ভারতে করোনা সংক্রমণের পর এই প্রথম নিজের বক্তব্যকে দেশবাসীর সামনে তুলে ধরলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা রাহুল গাঁধী। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন। সংবাদমাধ্যমকে একাধিক আলোচনা ছাড়াও জানান, দেশে করোনার টেস্টের সংখ্যা অনেক কম। সরকারিভাবে যে হিসেব কেন্দ্র প্রকাশ করছে তার চাইতে অনেকগুন বেশি আক্রান্ত দেশে। তাই তিনি বারবার করোনার পরীক্ষা করার উপর বেশি নজর দিতে সরকারকে অনুরোধ করেছেন।
তিনি বলেন, এই প্রতিকূল অবস্থায় আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। কেন্দ্র, রাজ্যগুলিকে আরও বেশি সুযোগ দিক। যে যে রাজ্য লক ডাউনের মেয়াদ বৃদ্ধি করতে চায় তাদের সেই অধিকার দেওয়া হোক। এছাড়া ওই কংগ্রেস নেতা আরও জানান, লক ডাউনের মাধ্যমে করোনা ভাইরাসকে আটকানো সম্ভব নয়। হয়তো কিছুদিনের জন্য ঠেকিয়ে রাখা যাবে তবে পুরোপুরি এই অবস্থায় করোনা ভাইরাসকে লক ডাউন কখনই দমিয়ে দিতে পারবে না।
এদিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১২,৩৮০ জন এবং মৃত্যু পেরিয়েছে ৪০০। এমন সংকটজনক অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত মঙ্গলবার দেশজুড়ে আরও ১৯ দিনের লক ডাউন ঘোষণা করেন। যার মেয়াদকাল আগামী ৩ মে মধ্যরাত পর্যন্ত। দুঃখের মধ্যে দেশে খুশির খবর হলো করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১,৪৮৯ জন।