Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কংগ্রেসের প্রচার করতে বাংলায় এলেন রাহুল গান্ধী, একাধিক ইস্যুতে বিঁধলেন মোদিকে

Updated :  Wednesday, April 14, 2021 7:19 PM

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের মাঝে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল শেষমুহূর্তে প্রস্তুতি খতিয়ে দেখে নেওয়ার জন্য একের পর এক জনসভা করছে। তৃণমূল ও বিজেপি উভয়পক্ষই রীতিমতো প্রচারে ঝড় তুলেছে। এবার রাজ্যে ভোট প্রচার করতে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী বাংলায় আসছেন। তিনি সংযুক্ত মোর্চা প্রার্থীদের সমর্থনে আজ অর্থাৎ বুধবার উত্তর দিনাজপুরের গোয়ালপোখর এলাকায় এসেছিলেন। সেখান থেকে তিনি মাটিগড়া ও নকশালবাড়ি কেন্দ্রে প্রার্থীর সমর্থনে জনসভা করেন।

নির্বাচনের আগে থাকতেই বারংবার দেখা গিয়েছে গেরুয়া প্রচারে ঝড় তুলতে বিজেপি কেন্দ্রীয় নেতারা বাংলায় এসে প্রচার করছেন। বারংবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বাংলা এসে প্রচার করেছেন। সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও প্রচার করতে বাংলায় আসতে দেখা গিয়েছে। তবে কোনো দিন কোনো কংগ্রেস কেন্দ্রীয় নেতা বাংলায় প্রচার করেনি। একমাত্র প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের হাল ধরে রাজ্যজুড়ে প্রচার করে চলেছেন। তবে এবার কংগ্রেসের প্রচার জোরদার করতে আজ বাংলায় এসেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
আজকের জনসভায় উপস্থিত থাকে রাহুল গান্ধী একাধারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুইদলের বিরুদ্ধেই গলায় সুর তুলেছেন। তিনি আর জনসভায় উপস্থিত থেকে বলেছেন, “একুশে বিধানসভা নির্বাচন রাজনৈতিক লড়াইয়ের নির্বাচন। মতাদর্শের লড়াই। কংগ্রেসের লড়াই ভাবাদর্শের লড়াই। রাহুল গান্ধীকে ভয় পায় মোদি। বাংলার জন্য কি করেছে মোদি? কি করেছে মমতা? মোদির একটাই লক্ষ্য যে নিজেদের মোদি সবাইকে লড়িয়ে দেবো। কাউকে কখনো চাকরি দেয়নি। ভারতের অর্থনৈতিক ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। বিজেপি বাংলাকে ভাগ করার চেষ্টা করছে। আমরা বাংলাকে বাঁচাতে এসেছি।”