করোনার কারণে বাতিল রাহুল গান্ধীর বঙ্গসফর, এমন সিদ্ধান্তের প্রশংসা সংশ্লিষ্ট মহলের

চলতি সপ্তাহে ভারতে করোনা পরিস্থিতি প্রতিনিয়ত খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউতে রীতিমতো নাজেহাল হয়ে পড়েছে সাধারণ মানুষ। নতুন মিউটান্ট স্ট্রেন সংক্রমণ দ্রুতগতিতে করছে এবং মৃতের সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যভাবে। সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে চলতি সপ্তাহে দৈনিক সংক্রমনের গ্রাফ ২ লাখ ৩৪ হাজারের গণ্ডি ছুঁয়েছে। গোটা দেশের পাশাপাশি ভয়াবহ করোনা পরিস্থিতি রাজ্যতেও। গত ২৪ ঘন্টায় সংক্রমনের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮০০০ এর কাছাকাছি। কলকাতা শহরে মাত্রারিক্ত সংক্রমণ হচ্ছে। তার ওপর বাংলার ভোটআবহে রাজনৈতিক দলগুলির জনসভা এই সংক্রমণকে আরও ত্বরান্বিত করছে।

আসলে একুশে বাংলা বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যের প্রান্তে প্রান্তে এখন জনসভা এবং রোড শো চলছে। সেই সমস্ত জনসমাগমে সামাজিক দূরত্ব বজায় রাখা তো দূরহস্ত, কেউ মাস্ক ব্যবহার করছে না। এর ফলে দ্রুত রাজ্যে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী হচ্ছে। এই পরিস্থিতিতে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী আজ টুইট করে জানিয়েছেন যে তার পশ্চিমবঙ্গের সব প্রচার বাতিল করা হয়েছে। বিশেষ করে করোনা সংক্রমনের কথা মাথায় রেখেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। কংগ্রেস আর কোন জনসভা করবে না যাতে এই সংক্রমণ আরও না বাড়ে। এর আগে অন্যান্য রাজনৈতিক দল প্রচার বন্ধের ইঙ্গিত দিলেও কার্যত তারা করে দেখায়নি। এই প্রথম স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে তিনি বাংলায় এসে আর কোন প্রচার করবেন না। তার এমন শুভবুদ্ধি সমাদৃত হচ্ছে সংশ্লিষ্ট মহলে।

অন্যদিকে রাজ্যের প্রধান দুই শক্তিশালী প্রতিপক্ষ তৃণমূল ও বিজেপি তাদের প্রচার চালিয়ে যাচ্ছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় করোনার কথা মাথায় রেখে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছিল যে শেষ তিন দফার নির্বাচন যাতে একদিনে করে তাড়াতাড়ি শেষ করা যায়। কিন্তু সেই কথাটি নির্বাচন কমিশন কর্ণপাত করেনি। রাহুল গান্ধী শুধুমাত্র তার নিজের বঙ্গ সফর বাতিল করেছেন এমন নয়। সেই সাথে তিনি বঙ্গবাসীকে কোথাও বড় জমায়েত না করতে অনুরোধ জানিয়েছেন।