Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রাজনীতি ছেড়ে ব্যাট ধরলেন রাহুল গান্ধী! দেখুন ভাইরাল ভিডিও

Updated :  Sunday, October 20, 2019 2:17 PM

সম্প্রতি কংগ্রেস সভাপতির পদ ছেড়েছেন তিনি। তবে এখনও দলের সবচেয়ে জনপ্রিয় নেতা তিনি। রাহুল গান্ধী রাজনীতিতে এক পরিচিত নাম। রাজনীতির ময়দানে তেমন সাফল্য অর্জন না করতে পারলেও বরাবরই খেলার মাঠে সফল তিনি। সম্প্রতি খোশ মেজাজে ক্রিকেট খেলতে দেখা গেল প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে।

গত শুক্রবার হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য ভোটপ্রচার শেষে দিল্লি ফিরছিলেন রাহুল।কিন্তু খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি দিল্লিতে না নামতে পারায় প্রায় একশ কিলোমিটার দূরে হরিয়ানার রেওয়ারিতে জরুরি অবতরণ করতে হয় হেলিকপ্টারের। তাঁর নিরাপত্তারক্ষী এবং দলীয়  কর্মীরা যখন দিল্লি ফেরার বিকল্প রাস্তার খোঁজে ব্যস্ত, তখনই বাইশ গজে নামতে দেখা যায় কংগ্রেসের পূর্ব সভাপতিকে। রেওয়ারির কেএলপি কলেজের মাঠে একটি ক্রিকেট প্রশিক্ষণ শিবিরের ছাত্রদের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা যায় তাঁকে।  কুর্তা-পাজামা পরেই মাঠে নেমে পড়েন তিনি।

সর্বভারতীয় নারী কংগ্রেসের টুইটার পেজে রাহুল গান্ধীর ক্রিকেট খেলার ভিডিওটি পোস্ট করা হয়। ব্যাট হাতে কিছু দুর্দান্ত শট খেলে নেটিজেনদের নজর কেড়েছেন তিনি। নেটিজেনদের দাবি যে ছোটবেলায় খেলা অভ্যেস না থাকলে কভার ড্রাইভ, স্কোয়্যার কাট, পুলের মতো শট মারা সম্ভব নয়।

খেলার শেষে বাচ্চাদের সঙ্গে কিছুক্ষণ গল্প করতেও দেখা যায় তাঁকে। সঙ্গে স্থানীয়দের সঙ্গে সেলফিও তোলেন তিনি। সড়ক পথে দিল্লি ফেরার আগে ওই এলাকায় প্রায় ২০ মিনিট সময় কাটান রাহুল গান্ধী।

এরকম সমস্ত আপডেট পেতে ওপরের ডান দিকের ফলো অপশন এ ক্লিক করুন।