লকডাউনের জেরে হঠাৎই বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। তাই ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের দিনের পর দিন রাজ্যের বাইরে কর্মহীন অবস্থায় শোচনীয় অবস্থার সৃষ্টি হয়। যার ফলে পায়ে হেঁটেই নিজ রাজ্যে ফেরার সিদ্ধান্ত নেয় তাঁরা। দিনের পর দিন পায়ে হেঁটে মাইলের পর মাইল রাস্তা পেরোতে গিয়ে মৃত্যুর মুখেও পড়েন অনেক শ্রমিক।
এবার তাঁদের দূর্দশার কথা চিন্তা করে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন শনিবার দিল্লির সুখদেব বিহার ব্রিজের কাছে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলেন তিনি। এছাড়া সেখানে এসে উপস্থিত হন কংগ্রেসের স্থানীয় নেতা সহ দিল্লির কংগ্রেস সভাপতি অনিল চৌধুরী, যুব কংগ্রেস সভাপতি অধ্যক্ষ শ্রীনিবাস।
কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে একদল পরিযায়ী শ্রমিক বলেন, তাঁরা পায়ে হেঁটে হরিয়ানা থেকে ঝাঁসির উদ্দেশ্য রওনা দিচ্ছেন। এই কথার পর কংগ্রেস নেতার নির্দেশে ভলেন্টিয়াররা সেই শ্রমিকদের দলকে গাড়িতে তুলে বাড়ি ফেরার বন্দোবস্ত করে দেন।