Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ব্রিগেডে রাহুল গান্ধীর আগমন নিয়ে এখনও অনিশ্চয়তা, বিরম্বনায় প্রদেশ কংগ্রেস

Updated :  Wednesday, February 17, 2021 8:44 PM

প্রথমবারের জন্য যৌথভাবে ব্রিগেড জনসভা করতে চলেছে বামফ্রন্ট এবং কংগ্রেস। ইতিহাসে প্রথমবারের জন্য হতে চলেছে এই ঘটনা। এই ঘটনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সব পক্ষ। ইতিমধ্যেই সেই সভার প্রচার শুরু করে দিয়েছে বামেরা। জেলায় জেলায় পোস্টার ক্যাম্পেইনিং শুরু হয়ে গিয়েছে। সব মিলিয়ে বাম শিবিরে এই মুহূর্তে ব্রিগেড নিয়ে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। কিন্তু কংগ্রেস শিবিরে আবার ছবিটা কিছুটা আলাদা। বামেরা প্রচার শুরু করলেও কংগ্রেস এখনো পর্যন্ত কোন রকম প্রস্তুতি শুরু করে উঠতে পারেনি। আর তার প্রধান কারণ হলো রাহুল গান্ধীর (Rahul Gandhi) উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা।

বামফ্রন্ট এবং কংগ্রেসের জোট প্রক্রিয়া শুরু হওয়ার প্রাথমিক পর্যায়ে ঠিক করা হয়েছিল এবারের জোট হবে একেবারে সঠিক জোটের মত। ২০১৬ সালে শুধুমাত্র আসন সমঝোতা করা হয়েছিল। কিন্তু এইবারে পুরোদস্তুর জোটের মতো পরিস্থিতি তৈরি করা হয়েছে বাম এবং কংগ্রেসের পক্ষ থেকে। সেই লক্ষ্যে এবারে ব্রিগেডে যৌথ সমাবেশের ডাক দিয়েছে বাম কংগ্রেস। কিন্তু সেই সভায় মধ্যমণি হতে চলেছেন রাহুল গান্ধী। তবে এখনো পর্যন্ত প্রদেশ কংগ্রেসের তরফে রাহুল গান্ধীর উপস্থিতি নিয়ে কোন সদুত্তর দেওয়া হয়নি। বর্তমানে রাহুল গান্ধীর কাছে সময় চেয়ে অনুরোধ করা হয়েছে। এই প্রসঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদক জানিয়েছেন, রাহুলকে ব্রিগেডের সভা আসার জন্য অনুরোধ এর চিঠি পাঠানো হয়েছে। এমনকি সংসদের অধিবেশন চলাকালীন অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury) নিজে রাহুলের সঙ্গে কথা বলে তাকে ব্রিগেডের সভায় আসার জন্য অনুরোধ করেছেন। কিন্তু রাহুলের তরফে এখনো কোনো সদুত্তর জানানো হয়নি। প্রদেশ কংগ্রেস নেতারা এই ব্যাপারটি নিয়ে রীতিমতো ধন্দে রয়েছেন।

অন্যদিকে বামফ্রন্ট প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharya) মধ্যমনি হিসেবে তুলে ধরে প্রচার শুরু করে দিয়েছেন। কিন্তু কংগ্রেসে এখনো পর্যন্ত রাহুলকে মধ্যমনি হিসেবে প্রচার শুরু করতে পারছে না। ফলে বেশ কিছুটা বিড়ম্বনার মধ্যে রয়েছেন প্রদেশ কংগ্রেস নেতারা। পাঁচ রাজ্যের নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যে কেরল, তামিলনাড়ু এবং অসমের প্রচারাভিযান শুরু করে ফেলেছেন রাহুল গান্ধী। এবার শুধু বাকি বাংলায় আসা। এমনকি পুদুচেরি তে বুধবার প্রচার শুরু করেছেন তিনি। তাই কিছুটা হলেও বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব কে।

তাহলে কি এবারে কংগ্রেসের শীর্ষ নেতারা রাজ্য জয়ের আশা ছেড়ে দিয়েছেন? এই প্রশ্ন দানা বাঁধছে রাজনৈতিক বিশ্লেষকদের মনে। যদিও প্রদেশ কংগ্রেস নেতারা দাবি করেছেন, খুব শীঘ্রই কংগ্রেসের শীর্ষ নেতারা বাংলায় প্রচারে আসবেন। যদি রাহুল গান্ধী নাও আসেন, তা হলেও গান্ধী পরিবারের কোনো না কোনো সদস্য ব্রিগেড সমাবেশে আসবেন বলে জানাচ্ছেন প্রদেশ কংগ্রেস নেতারা।