দেশনিউজ

‘কোন শক্তি আটকাতে পারবে না’, ফের হাথরসের পথে রাহুল

Advertisement

উত্তরপ্রদেশ: হাথরস কান্ডের প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে গোটা দেশ। বৃহস্পতিবার নির্যাতিতা তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে কার্যত গ্রেফতার হয়েছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। তারপরও কোনওকিছুকে এতটুকু পরোয়া না করে আজ, শনিবার ফের হাথরসের পথে রাহুল গান্ধী। যেতে পারেন সমাজবাদী পার্টির নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও। রাহুলের সঙ্গে থাকবেন দলের অন্যান্য সাংসদরাও।

শুধু রাহুল-প্রিয়াঙ্কাই নয়, বৃহস্পতিবার এই ঘটনার পর গতকাল, শুক্রবার হাথরসে যান তৃণমূলের সাংসদের দলের প্রতিনিধিরা। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে জান। দফায় দফায় সেখানে বিক্ষোভ শুরু হয়। জারি 144 ধারা। এমনকি এই একই ধারা জারি করা হয় দিল্লির ইন্ডিয়া গেটের সামনেও। কারণ, সেখানেও জমায়েত করে বিক্ষোভ দেখানো হয়। যদিও জমায়েত করে যাতে কোনওরকম বিক্ষোভ দেখানো না যায়, তার জন্য সক্রিয় থাকে দিল্লি পুলিশ। এমনকি ডেরেক ও’ব্রায়েন ও কাকলি ঘোষদস্তিদারদের কার্যত ধাক্কা মারে উত্তরপ্রদেশ পুলিশ। আর আজ, শনিবার এরই প্রতিবাদে বিকেলে মহানগরের রাজপথে নামেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একদিকে যখন আজ বিকেল ৪টেয় শুরু হবে মমতার মিছিল। বিড়লা তারামণ্ডলের সামনে থেকে মেয়ো রোডের গান্ধীমূর্তি পাদদেশ পর্যন্ত হাঁটবেন তিনি, তখন হাথরসের পথে রাহুলের ফের একবার যাওয়া নিয়ে কী পরিস্থিতি তৈরি হয়, সেদিকেই তাকিয়ে আছে গোটা বিশ্ব।

Related Articles

Back to top button