আজ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর ৮৮তম জন্মদিন৷ তার জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর দীর্ঘায়ু কামনা করে এ দিন মোদি ট্যুইটারে লেখেন, “ডক্টর মনমোহন সিংজি, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা৷ ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আপনি সুস্থ থাকুন ও দীর্ঘায়ু হোন৷”
Birthday greetings to Dr. Manmohan Singh Ji. I pray to Almighty that he is blessed with a long and healthy life.
— Narendra Modi (@narendramodi) September 26, 2020
প্রসঙ্গত, ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং৷ কিন্তু নরেন্দ্র মোদির এই শুভেচ্ছা বার্তায় কটাক্ষ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী লেখেন “মনমোহন সিংয়ের মতো প্রধানমন্ত্রীর অভাব বোধ করছে ভারত৷ ওঁর সততা, শিষ্ঠাচার ও দেশের জন্য ত্যাগ আমাদের সবার কাছে অনুপ্রেরণা৷ জন্মদিনের অনেক শুভেচ্ছা৷ আগামী বছরগুলি খুব ভাল হোক৷”
India feels the absence of a PM with the depth of Dr Manmohan Singh. His honesty, decency and dedication are a source of inspiration for us all.
Wishing him a very happy birthday and a lovely year ahead.#HappyBirthdayDrMMSingh
— Rahul Gandhi (@RahulGandhi) September 26, 2020
প্রথম থেকেই নরেন্দ্র মোদির সব কথায় কটাক্ষ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। খুঁটিনাটি কোন বিষয়েই মোদিজিকে কটাক্ষ করতে ছাড়েন না তিনি। এর আগে টুইটারে ভারতের অর্থনীতির অচল অবস্থার কারনও ব্যাখ্যা দেন তিনি। প্রথম নোটবাতিল, দ্বিতিয় জিএসটি এবং তৃতীয় লকডাউনের ব্যর্থতা। বছরের প্রথম থেকেই বিরোধী দলগুলির মধ্যে অনেকেই দেশের অর্থনীতি নিয়ে সরব হয়েছেন। এমনকি এই বিষয় নিয়ে কেন্দ্রকে সতর্ক হতে বলা হলেও কেন্দ্র তা ফুঁৎকারে উড়িয়ে নিজের মতন কাজ করে গেছে। করোনা পরিস্থিতিতে দেশের ভেঙে পড়া অর্থনীতি নিয়ে সরব হয়েছেন রাহুল গান্ধী। এমনকি চিন ভারত লাদাখ সীমান্ত বিরোধ নিয়ে কেন্দ্রকে খোঁচা দিয়েছিলেন রাহুল গান্ধী।
দুই দেশের বাগবিতণ্ডায় যখন পরিস্থিতি সরগরম তখন সেই সুযোগকে কাজে লাগিয়ে গরম লোহায় হাতুড়ি চাপিয়ে নরেন্দ্র মোদিকে বিধে দেন কংগ্রেস প্রাক্তন সভাপতি। ট্যুইট করে তিনি বলেন, “চিনারা আমাদের জমি দখল করেছে। ভারত সরকার তা ফিরিয়ে আনতে ঠিক কী পরিকল্পনা করছে? নাকি এটাও ভগবানের কর্ম বলে পাশ কাটিয়ে যাওয়া হবে?” আর কোন কিছুই বাদ রাখেন নি রাহুল গান্ধী।