Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘অ’ শুনলেই মমতার মাথায় ঘোরে অভিষেক! নোবেল নিয়ে তীব্র কটাক্ষ

Updated :  Thursday, October 17, 2019 1:53 PM

নোবেলজয়ী অভিজিতের কথা বলতে গিয়ে মুখ ফস্কে ভাইপো তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা দিতে গিয়ে ‘অভিষেকবাবু’ বলে ফেলেন। এ নিয়ে বিরোধী নেতাদের ক্ষোভের মুখে পড়তে হল মমতাকে।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলেন, দিদির মাথায় সবসময় তার ভাইপো অভিষেক ঘুরছে। উনি অর্ধেক সময় উল্টোপাল্টা, আজেবাজে কথা বলেন।’

মমতাকে বিঁধে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘‘উনি আসলে না জেনেই কথা বলতে থাকেন। অ শুনলেই ভাবেন অভিষেক। এটাই ওঁর পতনের মূল কারণ’’।

সদ্য বিজেপিতে যোগ দেওয়া কলকাতার প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত মমতাকে কটাক্ষ করে বলেন, ‘বাংলা তথা ভারতবর্ষের গর্ব নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী তাঁর নাম ভুল বলছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিজেপির পাশাপাশি অন্য বিরোধী দলের নেতারাও এদিন ছেড়ে কথা বলেনি মমতাকে।

সিপিএম নেতা মহম্মদ সেলিম তার ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেন,‘মমতা নোবেল কমিটির চেয়ারম্যান হলে, অভিষেকই পেতেন নোবেল। এক হতে পারে, প্রবাসে কে কী কাজ করছেন, তাঁর কোনও খবর রাখেন না উনি। দ্বিতীয়ত, তাঁর মনজুড়ে রয়েছেন অভিষেক। তাঁর ব্যাপারে উনি চিন্তিত।’

কংগ্রেস নেতা অধীর চৌধুরী কটাক্ষ করে বলেছেন,‘ বাংলায় নোবেল চালু করে দিলেই হল। কাটমানিতে নোবেল’।