বিভিন্ন আমলে সরকারের তাঁবেদারি করায় এদের কাজ, বুদ্ধিজীবীদের আক্রমণ রাহুল সিনহার
নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। গতকালও বিভিন্ন জায়গায় হিংসাত্মক আন্দোলনে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। কোনা এক্সপ্রেসওয়ের উপর পরপর ১৫ টি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।
লালগোলা-কৃষ্ণপুর স্টেশনে বেশ কয়েকটি ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়। এরই প্রেক্ষিতে কলকাতায় সাংবাদিক সম্মেলন আবুল বাশার, জয় গোস্বামী, সুবোধ সরকার, শুভাপ্রসন্ন সহ বাংলার বুদ্ধিজীবীরা। সাংবাদিক সম্মেলন থেকে শান্তিপূর্ণ উপায়ে ক্যাবের বিরোধিতা করার আর্জি জানান তাঁরা।
আরও পড়ুন : লাগাতার বিক্ষোভে পিছু হটলো কেন্দ্র, নাগরিকত্ব আইনে সংশোধন আনার ঘোষণা অমিত শাহের
এই প্রসঙ্গে বাংলার বুদ্ধিজীবীদের একহাত নেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন, ‘এরা বুদ্ধিজীবী নয়, এরা হলো আল্লাহজীবী। বাংলার মানুষ এদের পাত্তা দেয় না।’ এরপরই তিনি যোগ করেন, ‘এরা সিপিএমের আমলে সিপিএম, তৃণমূলের আমলে তৃণমূল এবং বিজেপি এলে বিজেপির হয়ে কথা বলবে।’
এদের যে কোন মেরুদন্ড নেই সে কথা স্পষ্ট করে বুঝিয়ে দেন বিজেপির এই নেতা। প্রসঙ্গত, এর আগে হিংসাত্মক আন্দোলন থেকে সরে এসে শান্তিপূর্ণ উপায়ে ক্যাবের বিরোধিতার আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।