কালার্স চ্যানেলে সম্প্রতি শুরু হয়েছে ‘বিগ বস 14 ‘। এই শোয়ের প্রতিযোগীদের মধ্যে রয়েছেন কুমার শানুর ছেলে জান কুমার শানু ও জনপ্রিয় গায়ক রাহুল বৈদ্য। কিছুদিন আগে নমিনেশন পর্বে রাহুল জানকে নমিনেট করার সময় কারণ হিসাবে ‘নেপোটিজম’-এর কথা বলেন। তিনি বলেন, জান বিখ্যাত গায়ক কুমার শানুর ছেলে। সেই কারণেই জান ‘ বিগ বস’-এর হাউসে আসতে সক্ষম হয়েছেন। এই পর্বটি সম্প্রচারিত হওয়ার পর নেটিজেনদের কাছে নিন্দনীয় হন রাহুল। সম্প্রতি বিগ বস-এর ‘উইকএন্ড কা বার’-এ সলমন খান এসে রাহুলকে এই বিষয়ে তিরস্কার করেন। তিনি জানকে জিজ্ঞাসা করেন, জানের বাবা কুমার শানু জানের জন্য কোথাও সুপারিশ করেছেন কিনা। জান বলেন, কুমার শানু জানের কেরিয়ার তৈরি করতে সাহায্য করেননি। অপরদিকে সলমন রাহুলকে জিজ্ঞাসা করেন, রাহুলের সঙ্গীতশিক্ষার জন্য তাঁর শিক্ষককে কে টাকা দিতেন। রাহুল তাঁর বাবার নাম বলেন। সলমন একটি কথা বলে এই বিতর্কের পরিসমাপ্তি ঘটান। তিনি বলেন, বাবা-মা যদি তাঁদের সন্তানের জন্য কর্তব্য পালন করেন, তাকে কি নেপোটিজম বলা যায়! বিগ বসের অন্যান্য প্রতিযোগীরাও রাহুলের এই মন্তব্যের বিরোধিতা করেছেন।
প্রসঙ্গত, কুমার শানুর সঙ্গে তাঁর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের বিবাহ বিচ্ছেদের সময় রীতা ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এরপর রীতা কলকাতায় ফিরে আসেন। জানের জন্ম হয় কলকাতায়। জানের সঙ্গে ‘বিগ বস ‘-এর আগে পর্যন্ত কুমার শানুর দেখা হয়নি। এমনকি জানের জন্য কোনো কর্তব্য পালন করেননি কুমার শানু। জানকে তাঁর মা রীতা একাই বড় করে তুলেছেন। অপরদিকে কুমার শানু তাঁর প্রেমিকা সালোনীকে বিয়ে করে মুম্বইতে নতুন সংসার পেতেছেন। জান তাঁর মায়ের উৎসাহে শৈশব থেকেই মঞ্চে গান গাইতেন। তিনি একটু বড় হবার পর কুমার শানু জানের বিষয়ে জানতে পেরে তাঁকে ফোন করে কথা বলেন। কিন্তু জান বলেন, তাঁর মা-ই একাধারে তাঁর মা ও বাবা। বিগ বসের ঘরেও রাহুলকে জান বলেন, তিনি বিগ বসের ঘরে আসতে পেরেছেন কারণ তিনি তাঁর মা রীতা ভট্টাচার্যের ছেলে।
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বারবার ফিল্ম ইন্ডাস্ট্রির ‘নেপোটিজম’ বিতর্ক সামনে এসেছে। কিন্তু স্টারকিড হলে একদিকে প্রথম সুযোগ পাওয়া যায়, এটা যেমন সত্যি, তেমনভাবেই এটাও কঠোর সত্যি যে, নিজেকে প্রমাণ না করতে পারলে একজন স্টারকিডকেও অসফলতার অন্ধকারে তলিয়ে যেতে হয়। সলমন বলেন , যার যোগ্যতা আছে, সে-ই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারে।