Today Trending Newsনিউজরাজ্য

CAB-এর বিরোধিতায় শিয়ালদা-বজবজ শাখায় রেল অবরোধ, ভাঙচুর চালানো হলো আক্রায়

Advertisement

ক্যাবের বিরোধিতায় উত্তাল পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশ। আংশিকভাবে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিসেবাও। তবুও কমানো যাচ্ছে না উত্তেজনা। ইতিমধ্যে হিংসাত্মক আন্দোলন থেকে সরে আসতে বিক্ষোভকারীদের অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে পরিস্থিতির উন্নতি না হলে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন রাজ্য বিজেপির নেতারা। তবে সব কিছুকে ছাপিয়ে প্রকট হচ্ছে আন্দোলনের হিংসাত্মক রূপ।

আজ সকাল থেকে শিয়ালদা-বজবজ শাখার বিভিন্ন জায়গায় দফায় দফায় অবরোধ করেন ক্যাব বিরোধী আন্দোলনকারীরা। ভাঙচুর চালানো হয় আক্রা স্টেশনে। স্টেশন চত্বর জুড়ে ব্যাপক ভাঙচুর চালানোর পর আন্দোলনকারীরা আক্রমণ করেন স্টেশন মাস্টারকে।

আরও পড়ুন : শান্তিরক্ষায় রাজ্যের বেশ কিছু জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ

ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় স্টেশন মাস্টারের ঘর। আতঙ্কে রয়েছেন স্টেশন মাস্টার সহ সেখানকার সমস্ত রেলকর্মী। চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন নিত্যযাত্রীরা। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাদের কোন ভূমিকা চোখে পড়েনি বলে অভিযোগ নিত্যযাত্রীদের।

ঘটনার জেরে পূর্ব রেলের শিয়ালদা-বজবজ শাখায় রেল চলাচল বন্ধ রয়েছে। রেল পরিসেবা কখন পুনরায় স্বাভাবিক হবে সে বিষয়ে স্পষ্ট কোন ঘোষণা নেই কর্তৃপক্ষের তরফে।

Related Articles

Back to top button