দেশনিউজ

রাজ্যের ১৭ জোড়া মেল, প্যাসেঞ্জার ট্রেন বাতিল করলো রেল, জানুন কি কী ট্রেন বাতিল

রেলের ক্ষতি বেড়েই চলেছে। বিশেষ করে লকডাউনের ফলে এই ক্ষতি আরও বেড়েছে। এই অবস্থায় রেলের আয় বাড়ানোর একমাত্র উপায় হল বেশি করে পণ্যবাহী ট্রেন চালানো।

Advertisement

দীর্ঘদিন লকডাউনের জেরে ক্ষতির মুখে পড়েছে ভারতীয় রেল পরিষেবা। গোটা দেশের প্রায় ৭০ টি দূরপাল্লার ট্রেন তুলে দেবার পরিকল্পনা নেওয়া হয়েছে।  রয়েছে পূর্ব রেলের ৩৪ টি ট্রেন। রেল বোর্ডের প্রিন্সিপাল এগজিকিউটিভ ডিরেক্টরকে চিঠি দিয়ে এরকম ১৭ জোড়া ট্রেনের তালিকা পাঠিয়ে দিয়েছে। যার মধ্যে রয়েছে ১০ জোড়া মেল এক্সপ্রেস ও ৭ জোড়া প্যাসেঞ্জার ট্রেন। এই বাতিল করার ট্রেনের তালিকা চিঠিতে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে যে পণ্যবাহী ট্রেনের গতি বাড়াতে এই সব ট্রেন বাতিল করা হয়েছে।

রেলের ক্ষতি বেড়েই চলেছে। বিশেষ করে লকডাউনের ফলে এই ক্ষতি আরও বেড়েছে। এই অবস্থায় রেলের আয় বাড়ানোর একমাত্র উপায় হল বেশি করে পণ্যবাহী ট্রেন চালানো। দরকার পড়লে অনেক বেশি সংখ্যক পণ্যবাহী ট্রেন সঠিক সময়ে চালাতে হবে। তাই এখন আপাতত কিছু ট্রেন তুলে দেওয়ার কথা ভেবেছে রেল।

পূর্ব রেলের আধিকারিক জানিয়েছেন যে ট্রেন বাতিলের তালিকা এসেছে। তবে যতক্ষণ না রেল মন্ত্রক ট্রেন চালানো বন্ধ করতে বলছে ততক্ষন এই ট্রেন যে বন্ধ হচ্ছে তা বলা যাবে না। এই তালিকাতে পাঞ্জাব, দিল্লি, রামপুরহাটের একাধিক ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলি বাতিল হলেও যাত্রীদের কোনো প্রভাব পড়বে না। কিন্তু রেলের ইউনিয়নগুলো এই তথ্য মানতে নারাজ। তাদের বক্তব্য এই ট্রেনগুলি থেকে লাভ হয়। আসলে বেসরকারি সংস্থা দিয়ে ট্রেন চালানোর জন্য এইসব করা হচ্ছে।

Related Articles

Back to top button