কর্মী নিয়োগ করছে রেল, মাধ্যমিক পাশ থাকলে আবেদন করতে পারবেন

বর্তমানে দেশের সবথেকে বড় সমস্যার দিকে তাকালে একটাই জিনিস নজরে আসবে সেটা হল বেকার সমস্যা। দিন দিন বেকারত্ব বেড়েই চলেছে। আর তার জন্যই মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে যুবসমাজ। তাদের জন্য…

Avatar

বর্তমানে দেশের সবথেকে বড় সমস্যার দিকে তাকালে একটাই জিনিস নজরে আসবে সেটা হল বেকার সমস্যা। দিন দিন বেকারত্ব বেড়েই চলেছে। আর তার জন্যই মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে যুবসমাজ। তাদের জন্য কিছুটা স্বস্তির খবর দিল রেল।

জানা গিয়েছে, গ্রুপ সি, গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করতে চলেছে পূর্ব রেল। এই পদগুলোতে আবেদনের জন্য নুন্যতম বয়স ১৮ থেকে ৩৩ এর মধ্যে হতে হবে। কিন্তু তফসিলি জাতি ও উপজাতির জন্য ৫ বছর ছাড় রয়েছে।

গ্রুপ সি পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিকে নুন্যতম ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ থাকতে হবে এবং গ্রুপ ডি পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা নুন্যতম মাধ্যমিক পাশ থাকতে হবে। গ্রুপ ডি পদে মোট আটজনকে নিয়োগ করা হবে। হাওড়া, শিয়ালদহ ,এরকম ৮ টি ডিভিশনে একজন করে মোট ৮ জন নিয়োগ করা হবে।

এই সব পদে আবেদন করতে ইচ্ছুক পার্থিরা এবং বিস্তারিত জানতে www.er.indianrailways.gov.in ফলো করুন।