রেল যাত্রার টিকিট বুকিংয়ে বড় বদলের পথে ভারতীয় রেল। আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে কার্যকর হতে চলেছে এক নতুন নিয়ম, যা সাধারণ যাত্রীদের জন্য নিশ্চিত টিকিট পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে। রেলের তরফে জানানো হয়েছে, টিকিট খোলার প্রথম ১৫ মিনিটে কেবলমাত্র আধার ভেরিফাইড ব্যবহারকারীরাই টিকিট বুক করতে পারবেন।
নতুন নিয়মে বাড়বে স্বচ্ছতা
রেল মন্ত্রকের দাবি, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল টিকিটিং সিস্টেমকে আরও স্বচ্ছ ও নিরাপদ করা। এতদিন এজেন্ট ও দালালরা বুকিং শুরু হতেই একাধিক ফেক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রচুর টিকিট ব্লক করে রাখত। পরবর্তীতে তারা উচ্চ মূল্যে টিকিট বিক্রি করত। নতুন নিয়ম কার্যকর হলে ওই প্রথার অবসান ঘটবে, কারণ প্রতিটি IRCTC অ্যাকাউন্টের জন্য আলাদা আধার নম্বর লাগবে।
আধার ভেরিফিকেশন বাধ্যতামূলক
নতুন ব্যবস্থায় সাধারণ রিজার্ভেশন খোলার প্রথম ১৫ মিনিটে কেবল সেই যাত্রীই টিকিট বুক করতে পারবেন, যাঁদের IRCTC অ্যাকাউন্টে আধার ভেরিফিকেশন সম্পূর্ণ। স্লিপার, এসি কিংবা সাধারণ—সব শ্রেণির টিকিটেই এই নিয়ম প্রযোজ্য হবে। যাঁরা ভেরিফিকেশন করেননি, তাঁদের বুকিংয়ের সুযোগ মিলবে ১৫ মিনিট পর। তবে রেলস্টেশনের PRS কাউন্টার থেকে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে পুরনো নিয়মই বহাল থাকবে।
যাত্রীদের লাভ
এই নিয়ম কার্যকর হলে নিশ্চিত টিকিট পাওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়বে। এতদিন প্রায়ই দেখা যেত এজেন্টরা টিকিট কেড়ে নিত, সাধারণ যাত্রীরা পেতেন কেবল ওয়েটিং লিস্ট। এবার ভেরিফাইড ব্যবহারকারীরা প্রথমে সুযোগ পাওয়ায় ভুয়ো বুকিং বন্ধ হবে এবং যাত্রীরা সরাসরি টিকিট পাবেন। এর ফলে এজেন্টদের বাড়তি কমিশনও বাঁচবে।
কীভাবে করবেন ভেরিফিকেশন
IRCTC অ্যাকাউন্টে লগ ইন করে ‘My Profile’ সেকশনে গিয়ে আধার ভেরিফিকেশনের অপশন বেছে নিতে হবে। সেখানে আধার নম্বর দিয়ে ওটিপি এন্ট্রি করলেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে। রেলওয়ে যাত্রীদের পরামর্শ দিয়েছে, সেপ্টেম্বর থেকেই এই কাজ সেরে নিতে, যাতে অক্টোবর থেকে নতুন নিয়ম চালু হলে কোনও অসুবিধা না হয়।
দালালদের ওপর কঠোর আঘাত
রেল মন্ত্রকের দাবি, এই পদক্ষেপের ফলে টিকিটের প্রাপ্যতা বাড়বে এবং ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে ব্লকিং বন্ধ হবে। স্বচ্ছতা বাড়বে, নিরাপত্তাও নিশ্চিত হবে। সবচেয়ে বড় কথা, প্রকৃত যাত্রীরাই টিকিট বুক করতে পারবেন।
১ অক্টোবর থেকে কার্যকর হওয়া এই নতুন নিয়মে টিকিট বুকিং আরও সুশৃঙ্খল ও বিশ্বাসযোগ্য হবে। রেল কর্তৃপক্ষের আশা, এর ফলে যাত্রীদের অভিজ্ঞতা উন্নত হবে এবং দীর্ঘদিন ধরে চলা এজেন্ট সমস্যার স্থায়ী সমাধান হবে।














