ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। ভারতের অন্যতম বৃহৎ সরকারি সংস্থা ভারতীয় রেল। দেশের অর্থনীতিতে রেলের ভূমিকা অপরিসীম। রেলে চাকরি পেতে অনেকেই আগ্রহী। সম্প্রতি উত্তর মধ্য রেলে আবেদন চলছে ১৬৬৪ পদে। এই পদগুলিতে আবেদন করতে চাইলে ১৪ ডিসেম্বরের মধ্যে আবেদন জমা দিতে হবে।
রেলের চাকরির এই সুযোগে মোট ১৬৬৪ জনকে নিয়োগ করা হবে। এর মধ্যে মেকানিক্যাল বিভাগে ৩৬৪ জন, ইলেকট্রিক্যাল বিভাগে ৩৩৯ জন, এবং ঝানসি ডিভিশনে ৫২৮ জন এবং আগরা ডিভিশনে ২৯৬ জন। এই পদগুলিতে আবেদন করতে হলে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে ৫০% নম্বর নিয়ে মাধ্যমিক পাস হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই ডিপ্লোমা থাকতে হবে। এই পদগুলিতে আবেদন করতে হলে ১৫ থেকে ২৪ বছর বয়সী হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর পর্যন্ত।
এই পদগুলিতে নিয়োগের জন্য মাধ্যমিক ও আইটিআই-তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। এরপর প্রার্থীদের ডকুমেন্টস যাচাইয়ের জন্য ডাকা হবে। এই পদগুলিতে আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীদের RRCPRYJ.ORG ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে ১৫ নভেম্বর থেকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৪ ডিসেম্বর ২০২৩। এই পদগুলিতে আবেদন করতে হলে ১০০ টাকা আবেদন ফি দিতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি দিতে হবে না।