দেশজুড়ে এখন চাকরির অভাব। অনেক শিক্ষিত যুবক চাকরির অভাবের কারণে বেকার বসে রয়েছেন। তবে আজকের এই প্রতিবেদন তাদের মুশকিল আসান হবে। চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বড় সুখবর। এবার নতুন বছরের শুরুতে নতুন চাকরির ঘোষণা করলো Indian Railway। ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) সম্প্রতি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) পদে ৫,৬৯৬টি শূন্যপদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
রেলের এই চাকরিতে আবেদনের জন্য প্রার্থীদের ১৮ থেকে ৩০ বছর বয়সী হতে হবে এবং দশম শ্রেণি পাস হতে হবে। এছাড়াও, প্রার্থীদের ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং অনুমোদিত কেন্দ্র থেকে ফিটার, ইলেক্ট্রিশিয়ান, অটোমোবাইল, ইনস্ট্রুমেন্টেশন কিংবা সমতুল্য ট্রেডে আইটিআই-এর শংসাপত্র থাকতে হবে। আবেদনকারীদের ৫০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। তবে মহিলা ও সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে আবেদনমূল্য ২৫০ টাকা। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৩ জানুয়ারি ২০২৪ থেকে এবং শেষ হবে ১৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে।
নিয়োগের জন্য প্রার্থীদের কম্পিউটার বেসড টেস্ট (CBT), কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট (CBAT), ডকুমেন্ট ভ্যারিফিকেশন এবং মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নির্বাচিত প্রার্থীরা কলকাতা, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি-সহ দেশের একাধিক শহরে কাজের সুযোগ পাবেন। এই নিয়োগের খবরে চাকরিপ্রার্থীদের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়েছে। অনেকেই এই পদে আবেদনের জন্য প্রস্তুতি শুরু করেছেন।














