এই মুহূর্তে দেশে রেলপথে যাতায়াতকারী যাত্রীর সংখ্যা অনেক বেশি। এমন পরিস্থিতিতে যাত্রীরা তাদের সুবিধামতো কোচ বেছে নিয়ে তারপর যাত্রা শুরু করতে পারেন। গোয়ালিয়রের চারটি ট্রেনে এই মুহূর্তে ইকোনমিক কোচ বলে একটি নতুন সেকশন যোগ করা হয়েছে বলে জানা যাচ্ছে। যেসব ট্রেনে এই নতুন কোচ লাগানো হবে তার মধ্যে রয়েছে সুশাসন এক্সপ্রেস এবং দৌড় এক্সপ্রেস। এর সাথে দুদিন আগে গোয়ালিয়র থেকে আমেদাবাদের দুটি ইকোনোমি কোচ যোগ করা হয়েছে। ট্রেনে ইকনোমিক ও চালু হবার ফলে স্লিপার এবং জেনারেল কোচ এর সংখ্যা কমে যাচ্ছে বলে জানা যাচ্ছে।
যদি আপনার টিকিটে এম লেখা থাকে তাহলে আপনি থার্ড এসিতে ইকোনমিতে বসতে পারেন এবার থেকে। তবে এবার, সবার কাছে একটাই প্রশ্ন যে এই কোচ কি ধরনের কোচ? আপনাদের জানিয়ে রাখি এই কোচ শুধুমাত্র কয়েকটি ট্রেনে যুক্ত করা হয়েছে যেগুলোর সুবিধা থার্ড এসির মত তবে থার্ড এসির থেকে কিছুটা আলাদা। এগুলিকে থার্ড এসির তুলনায় কম আরামদায়ক হিসেবে তৈরি করা হয়েছে এবং এখানে ভাড়া থার্ড এসি থেকে অনেকটা কম।
এগুলিতে আসন বেশি রয়েছে এবং এখানে আপনারা সহজেই যাতায়াত করতে পারেন খুব কম খরচের মধ্যে। জানা যাচ্ছে এই কোচে ৮৩ টি বার্থ রয়েছে। এই অবস্থায় ৭২ টি আসনের পরিবর্তে ৮৩ টি আসন করা হয়েছে এই সমস্ত কোচগুলিতে। এই কোচ স্লিপার এর উপরে এবং থার্ড এসি থেকে এক ধাপ নিচে। সুতরাং ভাড়াও রয়েছে এর মাঝামাঝি।