পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে কি কি নির্দেশিকা মেনে চলবে রেল, রইল তালিকা
স্টাফ রিপোর্টার: লকডাউনের ফলে ভিনরাজ্যে আটকে পড়েছেন বহু পরিযায়ী শ্রমিক। তাদের বাড়ি ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এরজন্যে চালানো হচ্ছে শ্রমিক স্পেশাল ট্রেন। তবে এই ট্রেন চলাচলের জন্য তৈরি করা হয়েছে কিছু গাইডলাইন। রেল মন্ত্রক আধিকারিক এ মধুকুমার রেড্ডি দেশের সমস্ত জোনের জন্য এই গাইডলাইন তৈরি করে পাঠিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরে।যেগুলি হলো –
১. যেহেতু বয়স্কদের মধ্যে করোনা সংক্রমণের সম্ভাবনা বেশি, তাই এই কাজে যেসব কর্মীদের নিয়োগ করা হবে তাদের বয়স হতে হবে ৫০ এর নীচে।
২. প্রত্যেক কর্মী এবং যাত্রীদের পরতে হবে মাস্ক এবং ব্যবহার করতে হবে স্যানিটাইজার।
৩. রেল হাসপাতালে তৈরি করে রাখতে হবে আইসোলেশন বেড। এছাড়া একটি ব্যাকআপ প্ল্যানও তৈরি রাখতে হবে।
৪. যেসব যাত্রীরা এই স্পেশাল ট্রেনে উঠবেন তাদের প্রতি কড়া নজর রাখতে হবে। কারও যদি শারীরিক সমস্যা নজরে আসে তাকে সহজেই সরানোর ব্যবস্থা রাখতে হবে।
৫. ট্রেনের শৌচালয়গুলিতে পরিমাণ মতো লিক্যুইড সাবান ও স্যানিটাইজার রাখতে হবে। এছাড়া কামরাগুলির অ্যালার্ম চেন যেন যথাযথ থাকতে হবে।
৬. প্রতি কোচে যথাযথ আর পি এফ এবং যোগাযোগের জন্য ভি এইচ এফ সেট থাকতে হবে।
৭. যাত্রীদের সচেতনতা বাড়াতে কামরার বিভিন্ন জায়গায় করোনা বিষয়ক পোস্টার রাখতে হবে।
৮. ট্রেন যে স্টেশনে ছাড়বে ও যেখানে পৌঁছবে সেখানে যথাযথ ভাবে ট্রেন স্যানিটাইজেশন করতে হবে।