আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী সারা সপ্তাহ জুড়েই বৃষ্টি হবে। জোড়া ঘূর্ণাবর্তের জেরে এই বৃষ্টি হবে বলে জানা গেছে। এমনিতেই আজ সকাল থেকেই আকাশ মেঘলা। তাপমাত্রার পারদ ও নিচের দিকে। আগামী ২ মে পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমান থাকবে ৬৮-৯৩ শতাংশের মধ্যে। আজ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝার বৃষ্টিপাত হতে পারে কলকাতায়।
দক্ষিণ ছত্রিশগড় ও তার পাশের অঞ্চলগুলিতে একটি ঘূর্ণাবর্ত তৈরী হয়েছে। আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে হিমালয়ের পাদদেশ থেকে পাশের অঞ্চলগুলিতে। এছাড়া অনেক জলীয় বাস্প প্রচুর পরিমানে ঢুকছে। ভারী বৃষ্টিপাতের সাথে কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে। ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে কিছু জায়গাতে।