Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Rain Forecast: রাজ্যে সোমবার অব্দি চলবে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে বৃষ্টিতে? আপডেট দিল হাওয়া অফিস

Updated :  Friday, March 17, 2023 8:35 PM

গতকাল রাত থেকেই শুরু হয়েছে হালকা বৃষ্টি কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলে। আর সেই কারণে আজ গোটা দিন বেশ মনোরম পরিবেশ ছিল শহর কলকাতায়। আপাতত আগামী কয়েকদিন বৃষ্টি চলবে রাজ্যে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। গতকাল বৃহস্পতিবার মরশুমের প্রথম বৃষ্টি হয়েছিল কলকাতায়। কলকাতা ছাড়াও অন্যান্য বিভিন্ন জেলাতে ঝড়বৃষ্টি হয়েছে। আগামী সোমবার পর্যন্ত রাজ্যজুড়ে বিক্ষিপ্ত জায়গায় বৃষ্টি চলবে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। কোন কোন জেলা বৃষ্টিতে ভিজবে? জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।

আজ শুক্রবার রাত থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পশ্চিম বর্ধমানে। সঙ্গে বইবে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা বাতাস। এমনকি কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানেও বইতে পারে দমকা বাতাস। পাশাপাশি আগামীকাল শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সপ্তাহের শেষে রবিবার বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শনি এবং রবিবার উভয় দিন ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই কয়েকদিনে। আগামী মঙ্গলবার অর্থাৎ ২১ মার্চ থেকে রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির দাপট কমবে বলে মনে করছে হাওয়া অফিস।