Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সতর্ক থাকুন! সাতসকালেই আসতে চলেছে বৃষ্টি এই এলাকায়!

Updated :  Wednesday, September 11, 2019 8:09 AM

সামনে মাসে পুজো। কিন্তু এবছর পুজোর আনন্দ কি জলে ভেসে যাবে?.. তা ঠিক এখনও বোঝা যাচ্ছে না। কারণ বৃষ্টির মনোভাব এবছর একটু অন্যরকমই। কখনও বৃষ্টি আবার কখনও রোদ। আজ, মঙ্গলবার সকাল থেকেই আকাশটা মেঘলা। কিছু কিছু জায়গায় আবার হালকা বৃষ্টিপাতও হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে রাজ্যে আবার নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে। তার জেরে আগামীকাল অর্থাৎ বুধবার থেকে রাজ্যে বাড়বে বৃষ্টিপাত। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া উত্তরবঙ্গের জেলা গুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বলে জানিয়েছে আবহাওয়া দফতর।