চৈত্রের দাবদাহের পর অবশেষে দক্ষিণবঙ্গবাসীর কাছে খুশির খবর নিয়ে এলো আলিপুর আবহাওয়া দপ্তর। তারই পূর্বাভাস অনুযায়ী বছরের শুরুতেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে রাজ্যের কোথাও কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
মঙ্গলবার আবহাওয়া দপ্তর এর তরফ থেকে জানানো হয়েছে, আগামী তিনদিন রাজ্যের আবহাওয়া পরিস্থিতি নিয়ে কোনোরকম পরিবর্তন হবে না। কালবৈশাখী শুরু হতে চলেছে শুক্রবার থেকে। অন্যদিকে পূবালী হাওয়ার সঙ্গে পশ্চিমা আদ্র বাতাসের সংঘাতে দক্ষিণবঙ্গের আকাশে বজ্রগর্ভ মেঘ তৈরি হবার সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে এখনই ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
তবে হাওয়া অফিসের সূত্র জানিয়েছে, পহেলা বৈশাখের দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের কয়েকটি জেলায় তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড এর কাছাকাছি থাকলেও এখনই তাপপ্রবাহের কোন সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।