Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নিম্নচাপের জেরে কোন কোন জেলায় বৃষ্টি? আর কী জানালো আবহাওয়া দফতর?

Updated :  Friday, September 6, 2019 8:31 AM

আজ সকাল থেকেই লুকোচুরি খেলছে রোদ-বৃষ্টি। এখনই রোদ আবার এখনই বৃষ্টি। কখনও আবার মেঘলা আকাশ। কিন্তু আগামী ২৪ ঘণ্টাই এই আবহাওয়া বদলাতে চলেছে। আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং ওড়িশা উপকূলে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি এখনও অবস্থান করছে। একইসঙ্গে মাটি থেকে ৭.৬ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আর একটি ঘূর্ণাবর্তও রয়েছে। তার জেরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

তবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু উত্তরবঙ্গের ৫ জেলা – দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পঙে ভারী বৃষ্টির সর্তকতা আছে। বিক্ষিপ্ত ভাবে কয়েক জায়গায় ভারী বৃষ্টি হলেও তারপরে আর কোনও ভারী বৃষ্টির সর্তকতা নেই। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তার দরুন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।

রাজ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। রাজ্যে বৃষ্টিপাতের ঘাটতি ২৩%। তবে কলকাতায় বৃষ্টিপাতের ঘাটতির পরিমাণ স্বাভাবিক, ১৯ % ।