কলকাতানিউজরাজ্য

সাবধান! ধেয়ে আসছে প্রবল বৃষ্টি এই সব জেলায়, জানালো আবহাওয়া অফিস!

Advertisement

প্রবল দূর্যোগ ঘনিয়ে আসছে বাংলায়। ওড়িশা উপকূলে সৃষ্ট নিম্নচাপের কারণে ভারী বর্ষণের সম্ভাবনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টিপাত হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ওড়িশা উপকূলে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে আগামী ২৪ ঘন্টা সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি পুজো ভাসাবে কিনা তা না জানা গেলেও বুধবার থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়বে৷ কারণ, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে৷

এবছর বর্ষাকাল জুড়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে বাংলায় তেমন বৃষ্টিপাত হয়নি। গভীর দুশ্চিন্তায় কাটছে কৃষকদের দিন। খরা পরিস্থিতির মুখোমুখি পশ্চিমবঙ্গ। এই অবস্থায় ভরসা কেবল নিম্নচাপ। দিন কয়েক আগে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপে হাসি ফুটিয়েছিল কৃষকদের মুখে। দিন কয়েকের প্রবল বর্ষণে শুরু হয়েছিল চাষের কাজ। এবার আবার নিম্নচাপ জনিত প্রবল বর্ষণের সম্ভাবনা চাষের কাজে গতি আনবে

আবহাওয়া দপ্তর সূত্রের খবর, নিম্নচাপের কারণে আগামী ২৪ ঘন্টা প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি ও সংলগ্ন জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের বিস্তৃর্ণ অঞ্চলে দূর্যোগের সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

Related Articles

Back to top button