চতুর্থ দফার ভোটে সকাল থেকেই আকাশের মুখ ভার। সকাল থেকেই রোদের দেখা নেই। অন্যদিকে আবার আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের আকাশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কাকতালীয়ভাবে সেই সমস্ত জেলাগুলিতে আজকে নির্বাচন।
শনিবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৫ ডিগ্রির কাছাকাছি। আগেই পূর্বাভাস ছিল, ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেই কারণে তিন দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার তেমন কিছু বৃষ্টি হয়নি, কিন্তু শনিবার রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাই ভোটারদের উদ্দেশ্যে বার্তা, যখনি বাড়ি থেকে বেরোবেন, সাথে অবশ্যই ছাতা রাখবেন। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় ছিটে ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝড়ো হাওয়া বইছে বেশ কিছু জায়গায়। মূলত পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।