Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ইউভানের জন‍্য বাড়ি ফিরলেন রাজ, ছেলে ও স্বামীর জন্য মন খারাপ শুভশ্রীর

Updated :  Friday, April 23, 2021 9:25 PM

করোনা আবারও ফিরে এসেছে রাজ চক্রবর্তী (Raj Chakraborty)-র পরিবারে। গত বছর করোনায় প্রাণ হারিয়েছেন রাজের বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী (krishnashankar chakraborty)। সেই সময় রাজের শরীরেও পাওয়া গিয়েছিল করোনার ভাইরাস। গত বছর শুভশ্রী অন্তঃসত্ত্বা ছিলেন। কিন্তু তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছিল। তবে এবার করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হয়েছেন শুভশ্রীও। তিনি আরবানাতেই হোম আইসোলেশনে রয়েছেন। এখনও অবধি সুস্থ রয়েছে ইউভান। কিন্তু কখনও কোনো শিশু কি তার মা-কে ছেড়ে থাকতে পারে? তাই ইউভানের মন খারাপ মায়ের কাছে যেতে না পেরে। শুভশ্রীরও মন খারাপ ইউভানকে কাছে না পেয়ে। ফলে শুভশ্রী ইউভানের একটি ছবি শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, মাকে ছাড়া তাকে আর কতদিন থাকতে হবে! এখানেই ঘটেছে বিপত্তি। নেটিজেনরাও বুঝতে পারছেন ইউভানের কষ্ট। নেটিজেনদের একাংশ বলতে শুরু করেছেন, কি প্রয়োজন ছিল স্বামীর সঙ্গে শুভশ্রীর প্রচারে যাওয়ার? অনেকে বলছেন ইউভানের কথা না ভেবেই কিভাবে বেরিয়ে পড়লেন শুভশ্রী! একজন নেটিজেন বলেছেন, শিক্ষিত মানুষরা যদি এরকম করেন, তাহলে বলার কিছুই নেই। তবে অনেকেই শুভশ্রীর সুস্থতা কামনা করেছেন। এর মধ্যেই কয়েকজন ইউভানের স্তন‍্যপান নিয়ে অশ্লীল মন্তব্য করেছেন। কিন্তু শুভশ্রী এবারেও চুপ করেই থেকেছেন।

ইতিমধ্যেই ব্যারাকপুর নির্বাচন শেষ করে রাজ ফিরে এসেছেন বাড়িতে। তিনি ও তাঁর মা এখন সামলাচ্ছেন ছোট্ট ইউভান (yuvan)-কে। ইউভানের ঠাকুমা ইউভানকে দুটো ঝুঁটি করে চুল বেঁধে দিয়েছেন। রাজ ইউভানকে কোলে নিয়ে আদর করছেন। কিন্তু একরত্তি শিশুর চোখ খুঁজে চলেছে তার মাকে। কিন্তু কেমন আছেন তার মা শুভশ্রী?

নিজেই একটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শুভশ্রী। ভিডিওতে দেখা যাচ্ছে একটি খাটে শুয়ে রয়েছেন তিনি। তাঁর চারপাশে ঘুরে বেড়াচ্ছে তাঁর চারপেয়ে পোষ‍্য সন্তানরা। ভিডিওতে শুভশ্রী নিজেই জানিয়েছেন, আগের থেকে অনেকটা ভালো থাকলেও তাঁর দূর্বলতা এখনও কমেনি। শুভশ্রীর শারীরিক সুস্থতা কামনা করার জন্য নিজের অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। শুভশ্রীর মা বলেছেন, দুধের শিশুকে ছেড়ে থাকার যে কষ্ট তা একমাত্র কোনো মা-ই বুঝতে পারবেন।