বাবাকে দেখে গান গাওয়ার চেষ্টা করল শিল্পা শেঠির ১০ মাসের মেয়ে, ভাইরাল ভিডিও
গত বছর 20 শে ডিসেম্বর গোয়াতে ছুটি কাটাতে গিয়েছেন অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রা (Shilpa Shetty Kundra) ও তাঁর পরিবার। সেখান থেকেই ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করে শিল্পা সবার সামনে মেয়ে সামিশা(samisha)-এর মুখ নিয়ে এলেন। নববর্ষ উপলক্ষ্যে ইন্সটাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন শিল্পা। তাঁর মনে হয়েছে, বাড়ির লক্ষ্মী মেয়ে সামিশার মুখ দেখানোর জন্য নতুন বছরের প্রথম দিনের থেকে অন্য কোনো ভালো দিন হতে পারে না। শিল্পার পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, ডাইনিং টেবিলে বসে গুনগুন করছেন রাজ কুন্দ্রা (Raj kundra)। তাই দেখে বাবাকে অনুকরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে একরত্তি সামিশা। যতবার রাজ গুনগুন করছেন, ততবার সামিশাও বাবার মতো গুনগুন করার চেষ্টা করছে। সামিশার কান্ড দেখে হেসে ফেলেছেন সবাই। ভিডিওটি শেয়ার করে ক্যাপশন দিয়ে শিল্পা লিখেছেন, , খুশি থাকার জন্য গান গাওয়া খুব ভালো, কিন্তু রাজ কুন্দ্রা ও সামিশা শেঠি কুন্দ্রার এবার চুপ করে যাওয়া উচিত। শিল্পার শেয়ার করা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
গত ফেব্রুয়ারি মাসে শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার দ্বিতীয় সন্তান সামিশার জন্ম হয় সারোগেসির মাধ্যমে। মেয়ের জন্মের আগে অবধি দ্বিতীয় সন্তান আসার খবর শিল্পা ও রাজ কুন্দ্রা কেউই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি। হঠাৎ সামিশার জন্মের খবরে অবাক হয়ে যান সেলেব ও নেটিজেন উভয় পক্ষই। এরপর সামিশার বহু ফটো ও ভিডিও প্রকাশ্যে আসলেও তাতে সামিশার মুখ যাতে দেখা না যায় তার ব্যবস্থা করেছিলেন শিল্পা ও রাজ। পারিবারিক রীতি অনুযায়ী কনক পূজার পর নবজাতিকার মুখ দেখানোর নিয়ম পালন করবেন বলে জানিয়েছিলেন রাজ ও শিল্পা।
2012 সালে শিল্পার ছেলে ভিয়ান(vian)-এর জন্ম হয়েছিল। এই বছর ভিয়ানের বয়স হলো আট বছর। সম্প্রতি অভিনেত্রী নেহা ধুপিয়া(Neha Dhupia)- র শো ‘নো ফিল্টার নেহা’য় এসে শিল্পা জানিয়েছেন প্রথমবার মা হওয়ার সময় যথেষ্ট ভয় পেয়েছিলেন তিনি। কিন্তু 45 বছর বয়সে এসে এখন তিনি অনেক পরিণত। শিল্পা বলেন, এখন তিনি অনেকটাই সাহসী। তাঁর 45 বছর বয়সে সামিশার জন্ম হয়েছে। যখন তিনি 50-এ পা দেবেন, তখন সামিশার বয়স হবে 5 বছর হবে, এই কথা ভেবে যথেষ্ট উত্তেজিত শিল্পা। তিনি জানান, সামিশার মা হওয়া তাঁর কাছে রীতিমত প্রিয় একটি চ্যালেঞ্জ। এর জন্য নিজেকে ফিট রাখতে যোগা ও মেডিটেশন শিল্পার অন্যতম পছন্দ।