পঞ্চমী থেকেই ভালবাসার মিষ্টি ছবি শেয়ার করলেন রাজ-শুভশ্রী

শুভশ্রী যখন অন্তঃসত্ত্বা ছিলেন তখন থেকে রাজ-শুভশ্রীর এক আলাদা ক্রেজ ছিল। এরপর ইউভান এর এন্ট্রি হয়, ক্রেজ আরও বাড়তে থাকে। একরত্তি ছেলে ইউভানের সঙ্গেই ছবি, ভিডিও পোস্ট করতে থাকেন টলিউডের…

Avatar

শুভশ্রী যখন অন্তঃসত্ত্বা ছিলেন তখন থেকে রাজ-শুভশ্রীর এক আলাদা ক্রেজ ছিল। এরপর ইউভান এর এন্ট্রি হয়, ক্রেজ আরও বাড়তে থাকে। একরত্তি ছেলে ইউভানের সঙ্গেই ছবি, ভিডিও পোস্ট করতে থাকেন টলিউডের মোস্ট গ্ল্যামারাস দম্পতি রাজ ও শুভশ্রী। সবমিলিয়ে দুইজনের ভালবাসার মুহূর্ত ভাগ হয়ে যায় ইউভানকে নিয়ে। কিন্তু আবারও ঘনিষ্ঠ হয়ে উঠলেন রাজ ও শুভশ্রী। একে অন্যের কাঁধে মুখ রেখে ছড়িয়ে দিচ্ছে উত্তাপ। আদরে আদরে মখামাখি শুভশ্রী। শেয়ার করলেন প্রেমের ছবি।

 

View this post on Instagram

 

??? @rajchoco

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on

পঞ্চমীর শুরুতেই রাজর্ষির প্রেম আবারও জমে উঠেছে। যারা এই সেলেব দম্পতির ফ্যান তাঁরা বহুদিন পরে এই দুইজনকে এইভাবে দেখে খুশি। পুজো শুরুর আগে রাজ-শুভশ্রীর ছবি প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। জল্পনা চলছে যে তাঁরা কি দুজন আবার নতুন কোন সিনেমার প্ল্যান করছে ‘পরিণীতা’ র মত?