ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Rajdoot Bike: রয়েল এনফিল্ডের দিন শেষ! এবারে ভারতের বাজারে আসছে রাজদুতের এই আধুনিক বাইক

এই বাইকে আপনারা প্রচুর ফিচার একেবারেই কম দামের মধ্যে পেয়ে যাবেন

Advertisement

৭০ এর দশকের ভারতের সবথেকে জনপ্রিয় বাইকের কোম্পানি হলো রাজদূত। ভারতীয় বাজারে এই বাইকের কোম্পানিটি নতুন করে আত্মপ্রকাশ করতে চলেছে তাদের কিছু নতুন বাইকের মাধ্যমে। রিপোর্ট অনুসারে এই বাইকটি ২০২৪ সালের ডিসেম্বর মাসের মধ্যে লঞ্চ করা হতে পারে বলে মনে করছেন অনেকে। এই বাইকের মোট কার্ব ওয়েট হবে ১৩৫ কিলোগ্রাম এবং এখানে আপনারা ২০০ সিসি ক্ষমতা বিশিষ্ট ইঞ্জিন পেয়ে যাবেন। এছাড়াও, উন্নত বৈশিষ্ট্য এবং ক্লাসিক ডিজাইন আপনারা পেয়ে যাবেন।

এই বাইকে আপনারা ২০ হর্সপাওয়ার এর সর্বাধিক শক্তি এবং তার সাথে ২২ নিউটন মিটার টর্ক দেখতে পেয়ে যাবেন। এই বাইকের সর্বাধিক গতি ১২০ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। এছাড়াও আপনারা এতে অনেক রংয়ের বিকল্প পেয়ে যাবেন। চলুন তাহলে এই বাইকের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ইঞ্জিন ও ক্ষমতা

এই বাইকের ওজন হবে মোটামুটি ১৩৫ কিলোগ্রাম এবং এই বাইকে কিন্তু একেবারে ক্লাসিক ডিজাইন আপনারা পেয়ে যাবেন। এই বাইকে আপনারা পেয়ে যাবেন একটি ২৫০ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন, যার সর্বাধিক ক্ষমতা ২০ হর্সপাওয়ার শক্তি ৭৫০০ আরপিএম গতিতে। পাশাপাশি ৬ হাজার আরপিএম গতিতে এই বাইকটি ২২ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারবে। এই বাইকে আপনারা ফাইভ স্পিড গিয়ার পেয়ে যাবেন। এই বাইকের সর্বোচ্চ গতি হতে চলেছে ১২০ কিলোমিটার এবং এখানে আপনারা ২০ লিটারের একটি ফুয়েল ট্যাংক পেয়ে যাবেন। এই বাইকে আপনারা ৬০ থেকে ৬৫ কিলোমিটার এর মাইলেজ পেয়ে যাবেন। এই বাইকে গোল হ্যালোজেন হেডলাইট, বড় জ্বালানি ট্যাংক, বড় সিট, এবং আধুনিক কিছু ডিজাইন দেখতে পাবেন। আপনাদের জানিয়ে রাখি, এই বাইকে আপনারা টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে টুইন শক অ্যাবজর্বার পেয়ে যাবেন। উভয় চাকায় ডিস্ক ব্রেক আপনারা পেয়ে যাবেন। তার সাথেই থাকবে টিউবলেস টায়ার ও অ্যালয় হুইল।

অন্যান্য ফিচার ও দাম

ফিচারের কথা বললে, আপনি ডিজিটাল ডিসপ্লে, ইউএসবি চার্জিং পোর্ট, সাইড স্ট্যান্ড কাট অফ ইঞ্জিন, আরামদায়ক লম্বা সিট ইত্যাদির মতো আরও অনেক উন্নত বৈশিষ্ট্য দেখতে পাবেন এবং আপনি ক্লাসিক ব্ল্যাক, ভিন্টেজ ব্লু এবং রয়েল ব্লুর মতো তিনটি রঙের বিকল্প পাবেন অপশন দেখা যাবে। রিপোর্ট অনুযায়ী, এই বাইকটি ২০২৪ সালের ডিসেম্বরে লঞ্চ হতে পারে। বলা হচ্ছে যে এর দাম ২ লক্ষ থেকে ২.৫ লক্ষ টাকার মধ্যে হতে পারে।

Related Articles

Back to top button