দীর্ঘদিন অন্তরালে থাকার অবশেষে প্রকাশ্যে এলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। আজ ব্রেহস্পতিবার আইনজীবিদের নিয়ে আলিপুর আদালতে যান সিআইডি। বেশকিছু দিন ধরে বিচার পর্ব চলার পর গত মঙ্গলবার কলকাতা হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন রাজীব কুমার। সেই আইন প্রক্রিয়ার কিছু কাজ নিয়ে আজ আইনজীবিদের নিয়ে আদালতের হাজির হন রাজীব কুমার।
BREAKING NEWS: অবশেষে দেখা মিলল রাজীব কুমারের! জেনে নিন কোথায়?

Updated : Thursday, October 3, 2019 12:19 PM













