শহরে লুকিয়ে আছে রাজীব কুমার, তার সম্পর্কে এই কথাটি বললনে CBI, জেনে নিন কি কথা বললেন!

রাজীব কুমার পলাতক, তিনি আইনভঙ্গ করেছেন। তদন্তে সাহায্য করছেন না তিনি। দেশের আইনের অমর্যাদা করেছেন তিনি। এই কারনে আলিপুর জেলা আদালত রাজীব কুমারের জামিনের আবেদন খারিজ করল। এবার সিবিআইয়ের সামনে…

Avatar

রাজীব কুমার পলাতক, তিনি আইনভঙ্গ করেছেন। তদন্তে সাহায্য করছেন না তিনি। দেশের আইনের অমর্যাদা করেছেন তিনি। এই কারনে আলিপুর জেলা আদালত রাজীব কুমারের জামিনের আবেদন খারিজ করল। এবার সিবিআইয়ের সামনে রাজিবকে গ্রেফতারের রাস্তাটা অনেক সহজ হয়ে গেল। সিবিআইয়ের আইনজীবী রাজীবের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারের আবেদন করেছিলেন, বিচারক তা মঞ্জুর করেছেন।

কিন্তু দুসপ্তাহ হতে চলল, কলকাতার প্রাক্তন সিপি রাজীব কুমারের হদিশ পায়নি সিবিআই। আশ্চর্যের বিষয়, আগাম জামিনের জন্য ওকালতনামায় নিয়মিত সই করছেন তিনি। সিবিআই এর এক কর্তা বলেন, ‘রাজীব কুমার এই শহরেই কোথাও লুকিয়ে আছে। যেখানে গিয়ে তার আইনজীবীরা নথিতে সই করিয়ে আনছেন।’ সিবিআই রাজীব কুমারের খোঁজে চারদিক চষে ফেললেও তার খোঁজ পায়নি এখনও।