Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দাউদের মতো রাজীব কুমারও পলাতক! এখন কি করবে CBI?

Updated :  Friday, September 20, 2019 8:42 AM

বেশ কিছু সময় ধরে সারদা কান্ড নিয়ে খবরের শিরোনামে রয়েছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। শেষমেষ তাকে তুলনা করা হল দাউদ ইব্রাহিমের সাথে। আলিপুর আদালতে রাজীব কুমারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা চাইল সিবিআই।

বৃহস্পতিবার, সিবিআইয়ের আইনজীবিকে বিচারনতি প্রশ্ন করেন, সুপ্রীম কোর্ট তো সব ক্ষমতা সিবিআইকে দিয়েছে, তারপরেও কেন জামিন অযোগ্য পরোয়ানা চাইছে তারা? উওরে সিবিআই দাউদের সাথে রাজীবের তুলনা করে বলে, দাউদের মতো রাজীব কুমারও পলাতক। সরকার কোনোরকম সাহায্য করছে না সিবিআইকে। তাই সিবিআইয়ের এমন আর্জি।