সময় চাইলেন রাজীব কুমার, নারাজ CBI

কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমার সিবিআইয়ের কাছে হাজিরার জন্য একমাস সময় চাইলেন। আজ, শনিবার তিনি সিবিআইকে ইমেল করে জানান, ছুটিতে থাকায় এখন সিবিআইয়ের কাছে গিয়ে হাজিরা দেওয়া সম্ভব নয়। তাই তিনি এখন কিছুদিন সময় চান। কিন্তু রাজীব কুমারের এই আর্জি কোনমতে মানতে রাজি নন সিবিআই। ইতিমধ্যেই আইনজ্ঞ ওয়াই জে দস্তুুরের সঙ্গে আলোচনা সেরেছেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর। এনিয়ে দিল্লির পরামর্শ চেয়েছে তারা।