প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি: সারদা মামলায় অন্যতম অভিযুক্ত রাজিব কুমার কে হণ্যে হয় খুঁজছে সি বি আই! রাজিব কুমারের অন্তর্ধান নিয়ে যখন শাসক বিরোধী তরজা তুঙ্গে ঠিক সেই সময়ে রাজিব কুমারকে আবিষ্কার করলেন বি জে পি এর সাংসদ অনুপম হাজরা! শুধু মুখে নয় একবারে প্রমাণ সহকারে সোশাল মিডিয়া তে তিনি তা প্রকাশ করেছেন, যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।
অনুপম হাজরা যে ছবি প্রকাশ করেছেন তাতে দেখা যাচ্ছে রাজিব কুমার বাস্তবে মানব সশরীরে নয় , বই এর পাতাতে আবির্ভাব ঘটেছে তার। চতুর্থ শ্রেণীর পাঠ্যবইয়ে অন্যান্য পেশার সাথে পুলিশ এর পেশার পার্থক্য বোঝাতে ওই ছবি ব্যাবহার করা হয়েছে। ওই ছবির সত্যতা আমরা যাচাই করে দেখিনি তবে ইতিমধ্যে পোস্টটি ভাইরাল হয়েছে ও সেই সঙ্গে রাজ্য রাজনীতিতে শুরু হয়ছে ছবি বিতর্ক !
বইতে লেখা হয়ছে পুলিশরা সমাজকে বিভিন্ন দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা করে। সাধারণ মানুষকে নিরাপদ রাখতে ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। অনুপম হাজরা টিপ্পনী করেছেন অবশেষে ক্লাস ফোরের সাধারণ জ্ঞানে খুঁজে পাওয়া গেলো রাজিব কুমারকে!
Eureka !!! Finally Found IPS Raeev Kumar !!!
…অবশেষে Class IV -এর সাধারণ জ্ঞানে খুঁজে পাওয়া গেলো রাজীব স্যার কে !!! Shocked to see how shamelessly TMC Govt is glorifying a corrupt tainted police officer through primary-level text-books. @narendramodi @ANI @PTIofficial pic.twitter.com/5ncmqWFJXo— Anupam Hazra (Dr. Anupam Hazra) (@tweetanupam) September 28, 2019