Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

চিন সেনা না সরালে লাদাখ থেকে ভারতীয় সেনা সরবে না, কড়া হুঁশিয়ারি রাজনাথের

Updated :  Saturday, January 23, 2021 6:35 PM

নয়াদিল্লি: এখনও উত্তেজনা লাদাঘ (Ladakh) সীমান্তে। পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর এখনও সেনা মোতায়েন করে রেখেছে চিন (China)। ফলে যতদিন না পর্যন্ত চিন সরছে, ততদিন ভারতীয় সেনারাও সরবে না বলে স্পষ্ট জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। ফলে সীমান্ত এলাকায় দ্রুতগতিতে ভারত একাধিক পরিকাঠামো তৈরি করেছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।

এই নিয়েই একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজনাথ সিং জানিয়েছেন, ‘সেনার সংখ্যা কখনই কমানো হবে না। যতদিন না চিন নিজেদের সেনা সরানোর উদ্যোগ নিচ্ছে। ততদিন ভারতও সীমান্ত থেকে সেনা সরাবে না।’ এই ধরনের সমস্যার সমাধান কবে হবে, তার কোনও ডেডলাইন থাকে না। আপনি নির্দিষ্ট কোনও তারিখ ঠিক করতে পারেন না। কিন্তু আমারা আত্মবিশ্বাসী যে, আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান বের হবে।’

সম্প্রতি পাওয়া একটি খবরে জানা গেছে অরুণাচলে একটি গ্রাম বানিয়েছে চীন। আর সেই প্রসঙ্গকে তুলে ধরেই রাজনাথ সিং বলেন, “আমাদের বাহিনী প স্থানীয় মানুষদের কথা ভেবে ভারতও নিজেদের সীমান্তে দ্রুতগতিতে পরিকাঠামো তৈরি করেছে। আমরা দ্রুত এই কাজ করছি।” ফলে এই প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, “অবশ্যই ওরা আমাদের বিশ্বাস ভেঙেছে। ১৯ জানুয়ারি বৈঠকের কথা ছিল। ওরা আগেরদিন জানাল হবে না। তাই আমরা জানিয়েছি ২৩ বা ২৪ জানুয়ারি বৈঠকের জায়গা ঠিক করা হোক। ভারত সবসময় আলাপ আলোচনায় বিশ্বাসী”।