দেশনিউজ

ফের অশান্তি প্যাংগং লেকে, সাউথ ব্লকে উচ্চপর্যায়ের বৈঠকে রাজনাথ সিং

Advertisement

ভারত : সোমবার ভোররাতে লাদাখের প্রকৃত সীমান্ত রেখায় গুলি চালিয়েছে ভারতীয় সেনা। জানা গিয়েছে, পেট্রোলিং করার সময় চিনা সেনারা লাদাখের প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে অনুপ্রবেশ করার চেষ্টা করে। ভারতীয় সেনা সতর্ক করলেও সেই সর্তকতাতে আমল দেয়নি লাল ফৌজ বাহিনী।

ফলে বাতাসে লক্ষ্য করে গুলি চালায় ভারতীয় সেনা। আর এই ঘটনাকেই কেন্দ্র করে চিন আরো একবার ভারতকে নিশানা করে নানা কথা শুনিয়ে যাচ্ছে। অন্যদিকে আবার তাদের মন্তব্যেও মাথা না ঘামিয়ে ১৫ জুন গালওয়ানে দুই দেশের সেনার সংঘর্ষে ২০ ভারতীয় সেনা শহিদ হন এই বিষয়কে মাথায় রেখে নতুন করে প্রস্তুতি নিচ্ছে ভারত।

এই গোটা বিষয় নিয়ে এদিন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে এই ঘটনার বিস্তারিত রূপ দিয়েছেন সেনা প্রধান এমএম নারাভানে। তিনি জানিয়েছেন, সোমবার রাতে লাদাখে প্যাংগং লেকের দক্ষিণ দিক দিয়ে ভারতীয় সীমানায় ঢোকার চেষ্টা করে চিনা বাহিনী। এমনকি ভারতীয় সেনা তাদের তাড়া করে বেরও করে দেয়। পরে এলএসি পার করে ঢোকার সময় কয়েক রাউন্ড গুলিও চালায় পিএলএ।

এমনকি এই বিষয় নিয়ে বিশদে আলোচনা করার জন্য আজ সাউথ ব্লকে একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন সিডিএস বিপিন রাওয়াত, তিন বাহিনীর প্রধান, প্রতিরক্ষা সচিব ও প্রতিরক্ষা মন্ত্রকে শীর্ষ আমলারা। এই ঘটনার পর আজ বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, “দুই দেশের মধ্যে শান্তি ও স্থিতাবস্থা ফিরিয়ে আনা প্রয়োজন। দুই দেশের মধ্যে অন্যান্য সম্পর্কগুলো বজায় রাখতে গেলে ভারত-চিন সীমান্তের পরিস্থিতি আগে শান্ত করতে হবে। যে সকল সমস্যা আছে, তা যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলা দুই দেশের পক্ষেই ভালো”।

Related Articles

Back to top button