Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রাজপাল যাদবের স্ত্রীকে আশ্চর্যজনক দেখাচ্ছে, তার স্টাইল মালাইকাকেও টেক্কা দেবে, দেখুন তাঁর ছবি

Updated :  Wednesday, July 5, 2023 8:27 PM

যারা বলিউডের সিনেমা দেখতে পছন্দ করেন তারা রাজপাল যাদবকে চেনেন না এটা হতেই পারে না। একটা সময়ে বলিউডের সব থেকে বড় কয়েকজন কমেডি অভিনেতাদের মধ্যে একজন ছিলেন রাজপাল যাদব। বলিউডে তার একটা বিশাল জনপ্রিয়তা রয়েছে। নানা ছবিতে তার দুর্দান্ত অভিনয়ের জন্য ভক্তরা তার জন্য গুণগান করেন। তবে ব্যক্তিগত জীবনে রাজপাল যাদব কিন্তু একেবারে অন্যরকম একজন মানুষ। খুবই সাদাসিধে তিনি এবং তার পরিবার। তবে খুব সাধারন নারী হলেও রাজপাল যাদবের স্ত্রী কিন্তু আশ্চর্যজনকভাবে সুন্দরী। তার পাশাপাশি তার কমনীয় স্টাইল এবং সরলতা আপনার হৃদয়কে মুগ্ধ করবে। তিনি পর্দার মানুষ না হলেও পর্দার অন্যান্য অভিনেত্রীদের সৌন্দর্যে টেক্কা দিতে পারেন।

রাজপাল যাদবের স্ত্রীকে আশ্চর্যজনক দেখাচ্ছে, তার স্টাইল মালাইকাকেও টেক্কা দেবে, দেখুন তাঁর ছবি

আপনাদের জানিয়ে রাখি রাজপাল যাদবের স্ত্রীর নাম রাধা যাদব এবং তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। রাজপাল যাদব কে সস্ত্রীক একটি অনুষ্ঠানে যোগদান করতে দেখা দিয়েছে এবং সেখানেই তাদের দুজনের এই ছবি তোলা হয়েছে। অভিনয় জগত থেকে দূরে থাকলেও, রাজপাল যাদবের স্ত্রী সৌন্দর্যের দিক থেকে সবার থেকেই আলাদা। তার সরলতার জন্য মানুষ একেবারে মুগ্ধ হয়ে যান। রাজপাল যাদব যখন শুটিং করতেন সেই সময় তিনি রাধার সঙ্গে পরিচিত হন। সেখান থেকেই তাদের দুজনের সম্পর্ক এগোয়ে। এবং পরবর্তীকালে তারা বিয়ে করেন।

রাজপাল যাদবের স্ত্রীকে আশ্চর্যজনক দেখাচ্ছে, তার স্টাইল মালাইকাকেও টেক্কা দেবে, দেখুন তাঁর ছবি

রাধা যাদবের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল কানাডায় একটি ছবির শুটিং চলাকালীন সময়। তিনি গোপনে শুটিং ফ্লোর থেকে বেরিয়ে রাধার সঙ্গে দেখা করতে যেতে বলে শোনা যায়। প্রথম দেখাতেই রাধার প্রেমে পড়ে যান অভিনেতা। তারপরেই তাদের দুজনের সম্পর্ক একটা রূপ পায়। তার সৌন্দর্যে লাখো মানুষ মুগ্ধ। দুই সন্তানের মা হলেও তার সৌন্দর্য কিন্তু এখনো এক ফোঁটাও কমেনি। তার সুন্দর স্টাইলের কারণে রাধাকে সবাই বেশ পছন্দ করেন। তার পাশাপাশি রাজপাল যাদবের প্রথম স্ত্রীর কন্যাকেও তিনি লালন পালন করেন যত্নের সাথে।