ভারতকে নিয়ে এক চাঞ্চল্য রিপোর্ট পেশ করলো রাষ্ট্রপুঞ্জ! জানলে চমকে যাবেন!
ভারতবর্ষ হল ভিন্ন ভাষা ও ভিন্ন ধর্মের মানুষের মিলনস্থল। প্রাচীন যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত বহু লোক এদেশে এসে, এই দেশের মাটিকে ভালোবেসে এখানে থেকে গেছে। বর্তমানে শরণার্থীদের সংখ্যাও বাড়ছে ভারতে এই বিষয়ে জানালো রাষ্ট্রপুঞ্জ।
আগে শরণার্থীর সংখ্যার দিক থেকে ভারত ছিল চার নম্বরে। কিন্তু ওই স্থান থেকে এক লাফে আরো এক ধাপ এগিয়েছে ভারত। সাম্প্রতিক রাষ্ট্রপুঞ্জের এক রিপোর্টে ধরা পড়েছে, বিশ্বের ২৭২ মিলিয়ন শরণার্থীর মধ্যে ১৭.৫ মিলিয়ন ভারতে আছেন। এই তালিকায় ভারতের স্থান তিন নম্বরে। এই তালিকার প্রথমে রয়েছে চীন ও রোমানিয়া। ২০১৫ সালে ভারতের শরণার্থীর সংখ্যা ছিল ১৫.৯ মিলিয়ন।
২০১৭ তে সেটি ১০% বেড়ে দাঁড়িয়েছে ১৭.৫ মিলিয়ন। কানাডা, ব্রিটিশ ও আমেরিকায় শরণার্থীর সংখ্যা হল যথাক্রমে ১০,০০০ ১৭, ০০০ ও ৫০, ০০০। ভারতীয়দের তিনটি গন্তব্যস্থল হল আমেরিকা, সৌদী আরব ইউএই। ২০১৭ সালের মধ্যে ভারতীয়দের মার্কিন নাগরিকত্ব নেওয়ার পরিমাণ ১০% বেড়েছে।