Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri: ভিডিওর শুরু থেকে খুল্লামখুল্লা ব্যাপার, শাড়ি খুলে দিলেন নায়িকা, বাড়ি জুড়ে চলল তুমুল রোমান্স

Updated :  Saturday, November 25, 2023 6:47 PM

রাকেশ মিশ্রের ভোজপুরি গান ‘সাদিয়া খুলাল বা কামারিয়া সে’ মুক্তি পাওয়ার সাথে সাথেই দুর্দান্ত সাফল্য অর্জন করেছে। এই ভোজপুরি গানটি মানুষ খুব পছন্দ করে। গানটির ভিডিও এতটাই জোরালো যে গানটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। এই গানে রয়েছে সুন্দরী ভোজপুরি অভিনেত্রী মহিমা সিং। গানটিতে তার খুব বোল্ড স্টাইল দেখা যাচ্ছে। এই দুই শিল্পীর মধ্যে থাকা এমন রসায়ন মানুষ খুব পছন্দ করেছেন।

মহিমা সিংকে বিভিন্ন চেহারায় দেখা গেলেও নীল জিন্স এবং নীল টপে তার হট স্টাইল মানুষকে পাগল করে তুলছে। তার মুখের অভিব্যক্তিগুলিও অত্যন্ত আকর্ষণীয় দেখিয়েছে এই ভিডিওতে। গানটি গেয়েছেন অঙ্কুশ রাজ ও শিল্পী রাজ। গানটি ভোজপুরি অ্যালবাম মার্কারি থেকে এসেছে। অঙ্কুশ রাজার ‘কুনওয়ারে মে গঙ্গা নাহাইলে বানি ২’ গানটি লিখেছেন বোস রামপুরী এবং সংগীত দিয়েছেন আর্য শর্মা।

ভোজপুরি অভিনেতা রাকেশ মিশ্রও তার গানের প্রতিভার জন্য পরিচিত। ভোজপুরি অভিনেতা রাকেশ মিশ্রর এই গান ‘সাদিয়া খুলাল বা কামারিয়া সে’ বেশ কিছু দিন আগে প্রকাশ হয়েছিল। মাঝ অনেক দিন কেটে যাওয়ার পর আবারো ভাইরাল হতে শুরু করেছে এই গানটি। এক বছরের মধ্যে গানটি এক লক্ষের বেশি ভিউ পেয়েছে। এবং এই ভিউ সম্প্রতি সময়ে আরও বাড়তে শুরু করেছে। হাজারের বেশি লাইক পড়েছে ভিডিওতে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিংবা ইউটিউবে গিয়ে গানটি লিখে সার্চ করলেই পেয়ে যাবেন সার্চ রেজাল্ট। বলা ভালো গানটি খুবই রোমান্টিক মুড কে মাথায় রেখে তৈরি করা হয়েছে। বারংবার নায়িকার ঘনিষ্ট হওয়ার চেষ্টা করেছেন ভিডিওর নায়ক।