Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

স্বামী বেপাত্তা, হাতে নেই অর্থ, কান্নায় ভেঙ্গে পড়লেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত

Updated :  Saturday, December 12, 2020 2:00 PM

বলিউডের হট অ্যান্ড হ্যাপেনিং ড্রামা কুইন হিসেবে পরিচিত রাখি সাওয়ান্ত। আর এবার এই ড্রামা কুইন পড়েছে ব্যাপক অর্থ সংকটে। যার খোলামেলা শরীরী আবেদনে কুপোকাত হয়ে যায় ছেলেরা, তার স্বামী নাকি তাকে ছেড়ে চলে গিয়েছেন। একদিকে হাতে নেই টাকা-পয়সা, আর একদিকে স্বামী বেপাত্তা, কার্যত চরম বিপর্যয়ের মুখে রাখির জীবন। তাই কান্নায় ভেঙে পড়েছেন তিনি।

রাখি সাওয়ান্ত কখনও তাঁর সঙ্গে তাঁর বরের ছবি প্রকাশে আনেননি। গত বছর নিজের বিয়ের কথা তিনি ঘোষণা করেছিলেন। এর পাশাপাশি তিনি এমনটাও জানিয়েছিলেন যে, তাঁর বর ক্যামেরার সামনে আসতে এতটুকু স্বচ্ছন্দ বোধ করেন না।তাই যৌথভাবে তাদের ছবি আজও কেউ দেখতে পায়নি। ব্রিটেনে রীতেশ নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন রাখি। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে, তাঁর স্বামী ব্রিটেনে চলে গিয়েছেন এবং তাঁর সঙ্গে সমস্তরকম যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। এমনকি রাখিকে কোনওরকম টাকা-পয়সা পাঠাচ্ছেন না বলেও অভিযোগ করেছেন বলিউডের ড্রামা কুইন।

এমন দুরাবস্থার সময় ‘বিগ বস ১৪’ সিজনে অংশগ্রহণ করতে চলেছেন রাখি সাওয়ান্ত। এই রিয়েলিটি শোতে অংশগ্রহণ করলে টাকা পাওয়া যাবে বলে রাখি প্রাণপণ চেষ্টা করবেন ‘বিগ বস’ খেতাব জেতার। তাই কান্নায় ভেঙে পড়লেও ঘুরে দাঁড়ানোর অদম্য জেদ নিয়ে বিগ বসের ঘরে পৌঁছাতে চলেছেন রাখি। এখন শেষমেশ তিনি তাঁর অর্থ সংকট কাটিয়ে উঠতে পারেন কিনা, সেটাই দেখার।