হোটেলের একা ঘরে রাখী সাওয়ান্ত, কি করলেন? দেখুন ভাইরাল ভিডিও!

সদ্য বিবাহিতা বেশে বলিউডের কনট্রোভার্সি গার্ল রাখী সাওয়ান্ত। সিঁথিতে সিঁদুর, হাতে সুহাগ চূড়া পরিহিতা দুর্দান্ত বেশে রাখী। হোটেল কামরায় একা রাখী সাওয়ান্তের এই ছবি নিমেষেই ভাইরাল হয়েছে৷ সোশ্যাল মিডিয়ায় দাবি এই ছবি আসলে রাখী সাওয়ান্তের মধুচন্দ্রিমার৷ কোনও ছবিতে চোখে জল, আবার কোনও ছবিতে বিছানায় খোশ মেজাজে পোজ দিচ্ছেন রাখী সাওয়ান্ত৷

তবে রাখীর স্বামী কোথায়? নানান প্রশ্ন উঠছে এই নিয়েই। আগে দীপক কলালের সঙ্গে বিয়ের কথা ছিল রাখী সাওয়ান্তের। পরে জানা যায় সেটি আসলে সত্যি নয়। বর্তমানে এক এনআরআইকে বিয়ে করেছেন রাখী, এমনই খবর সোশ্যাল মিডিয়ায়। এই নিয়ে পরে দীপক রাখী সম্বন্ধে অনেক খারাপ কথা বলেছিলেন৷

 

View this post on Instagram

 

Kya tumne Gandii Baat dekhi? @altbalaji #GandiiBaat

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511) on