অবাক হওয়ার কিসসু নেই। রাখি সাওয়ান্ত মানেই বিতর্ক। এমন এমন কান্ড করবে যা দেখে আক্কেল গুড়ুম হবারই কথা। এবারেও রাখি রিয়া চক্রবর্তীকে নিয়ে তোলপাড় করা একটি ভিডিও পোস্ট করলেন। যেখানে রাখি ফলের ঝুড়ি মাথায় নিয়ে আর হাতে সিঙ্গাপুরি কলা নিয়ে মহেশ ভাট ও রিয়া চক্রবর্তীর মাখো মাখো সম্পর্ক-কে আঁতে ঘা দিয়ে ব্যঙ্গ করলেন। এই ভিডিও তে রাখি ‘খুঁজলি বুড়ো’ শব্দটা অনেকবার বলেছেন, এখানেই থামেন্নি রাখি, নিজের স্পোর্টস ব্রা খুলে রিয়াকে দিয়েছেন মাস্ক হিসেবে ব্যবহার করার জন্য। চলুন দেখে নিই রাখির সেই তোলপাড় করা মজার ভিডিও।
View this post on Instagram