নয়াদিল্লি: আমেরিকার (US) সেনেটে রিপাবলিকান সমর্থকদের তাণ্ডবের প্রসঙ্গে এবার ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে ফোনে কথা বলবেন বলে জানালেন রামদাস আটওয়ালে (Ramdas Athawale)। রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার নেতা রামদাস আটওয়ালে বলেন, “সাম্প্রতিককালে ডোনাল্ড ট্রাম্পের আচরণ ঠিক নেই। এতে রিপাবলিকান পার্টির ভাবমূর্তি খারাপ হচ্ছে।” আটওয়ালের মতে, “রিপাবলিকান পার্টির ভাবমূর্তি খারাপ হওয়া ঠিক নয়।” তাই তিনি ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলবেন এবং তাঁকে বোঝানোর চেষ্টা করবেন বলে জানান।
বৃহস্পতিবার ওয়াশিংটনে বিক্ষোভ প্রদর্শনের পর ক্যাপিটাল হিলে হামলা চালায় হাজার খানেক রিপাবলিকান সমর্থক। সেনেটে ঢুকে ভাঙচুর চালায় তারা। কয়েকটি দফতর দখলও করে নেয়। তাদের দাবি ছিল ডোনাল্ড ট্রাম্পকেই ক্ষমতায় রাখতে হবে এবং পুনরায় ভোটের গণনা করতে হবে। ঘটনায় ৪ জনের মৃত্যুও হয়। যদিও জাতীয় নিরাপত্তারক্ষীরা তৎপরতার সঙ্গে হামলাকারীদের বাইরে বের করে দিতে সক্ষম হন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই ঘটনার পর সমালোচনার ঝড় ওঠে গোটা বিশ্বে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রনেতা ঘটনায় কড়া নিন্দা প্রকাশ করেন। তবে এই প্রথম নয়, এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। তবে ক্যাপিটাল হিলের ঘটনা অতীতের সমস্ত ঘটনাকে ছাপিয়ে গিয়েছে। এই ঘটনার নিন্দা করার পাশাপাশি গোটা কাণ্ডের জন্য ট্রাম্পকেই দায়ি করেছেন জো বাইডেন, কমলা হ্যারিস এবং প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বাইডেন বলেন, ‘দ্রুত দেশের কাছে ট্রাম্পের ক্ষমা চাওয়া উচিত এবং নিজের সমর্থকদের সামলানো উচিত।’