আজ তৃতীয়বারের জন্যে দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির রামলীলা ময়দানে আজ শপথ গ্রহণ করবেন তিনি। ইতিমধ্যেই শপথ গ্রহণের প্রস্তুতি শেষ হয়ে গিয়েছে। সমগ্র রামলীলা ময়দান জাতীয় পতাকার রঙে মুড়ে ফেলা হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে কোনো রাজনৈতিক দলের নেতাদের ডাকা হয়নি, বদলে সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবনঃ সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু তাঁরা উপস্থিত থাকতে পারবেন না। আমন্ত্রণ জানানো হয়েছে আপের সমর্থক হিসেবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছোট্ট কেজরিওয়ালকেও। শপথ গ্রহণের সময় দলের সদস্যদের জাতীয় পতাকা, দলীয় পতাকা, পোস্টার নিয়ে হাজির থাকার অনুরোধ করা হয়েছে আপের তরফে।
আরও পড়ুন : বারাণসীতে মোদী, দেশের প্রথম বেসরকারি রুটের ট্রেনের উদ্বোধন
জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল শপথ নেওয়ার সময় জাতীয় সঙ্গীত বাজানো হবে। গত সপ্তাহে বের হওয়া দিল্লি বিধানসভার ফলাফলে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে আম আদমি পার্টি। ৭০ টির মধ্যে ৬২ টি আসন জিতে দিল্লিতে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। বিজেপি পায় মাত্র ৮ টি আসন, কংগ্রেস খাতাই খুলতে পারেনি।