আচমকাই বিয়ের আগে টাক হলেন রণবীর কাপুর, নতুন লুকে ভাইরাল অভিনেতা

অভিনেতা রণবীর কাপুর (Ranbir kapoor) সবসময়ই চর্চার মধ্যে থাকেন। এই মুহূর্তে নেটদুনিয়া উত্তাল হয়ে উঠেছে রণবীরের মাথায় টাক দেখে। অনেকে আবার রণবীরকে বিভিন্ন হেয়ার রেমিডি ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। অনেকেই…

Avatar

অভিনেতা রণবীর কাপুর (Ranbir kapoor) সবসময়ই চর্চার মধ্যে থাকেন। এই মুহূর্তে নেটদুনিয়া উত্তাল হয়ে উঠেছে রণবীরের মাথায় টাক দেখে। অনেকে আবার রণবীরকে বিভিন্ন হেয়ার রেমিডি ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। অনেকেই আবার বলছেন প্রেমিকা আলিয়া ভাট (Alia bhatt)-এর সঙ্গে বিয়ের চিন্তাতেই তাঁর মাথায় টাক পড়ে গেছে। অনেকেই জানেন, বিয়ে তো ‘শাদী কা লাড্ডু’। এই কারণে রণবীরের অনুরাগীদের মধ্যে যাঁরা বিবাহিত, তাঁরা আবার আরও এক ধাপ এগিয়ে গিয়ে রণবীরকে বিয়ে না করার পরামর্শ দিয়েছেন। আসলে তাঁরা তো ভুক্তভোগী। কিন্তু কপূরনন্দনের কানে আপাতত সেসব কিছুই পৌঁছাচ্ছে না। কারণ তিনি এখন আলিয়ার ছবি দিয়ে ঘর সাজাতে ব্যস্ত।

আচমকাই বিয়ের আগে টাক হলেন রণবীর কাপুর, নতুন লুকে ভাইরাল অভিনেতা

তবে রণবীরের এই টাক পড়ার বিষয়টি বলিউডের অনেককেই ভাবিত করেছে। কিন্তু পরে জানা গেছে, একটি বিজ্ঞাপনী শুটিংয়ের জন্য রণবীরের এই লুক তৈরী হয়েছে। তবে এর জন্য রণবীরকে নিজের মাথার চুল শেভ করে ন‍্যাড়া হতে হয়নি। প্রস্থেটিক মেকআপের মাধ্যমে রণবীরের চুল ঢেকে তাঁর মাথায় কৃত্রিম টাক সৃষ্টি করা হয়েছে। রণবীরের টাক মাথার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এমনকি ভাইরাল হয়েছে তাঁর প্রস্থেটিক মেকআপের সময়ের ছবিগুলিও।

আচমকাই বিয়ের আগে টাক হলেন রণবীর কাপুর, নতুন লুকে ভাইরাল অভিনেতা

এর আগেও অনুরাগ বাসু (Anurag Basu) পরিচালিত ‘বরফি’ ফিল্মের জন্য রণবীরকে প্রস্থেটিক মেকআপের সাহায্য নিতে হয়েছিল। শুধুমাত্র রণবীর কাপুর নন, ‘পা’ ফিল্মে অমিতাভ বচ্চন (Amitabh bachachan)ও প্রস্থেটিক মেকআপের সাহায্য নিয়েছিলেন ‘অরো’ চরিত্রটির জন্য। এছাড়াও কমল হাসান (kamal hasan) নব্বইয়ের দশক থেকে তাঁর একাধিক ফিল্মে প্রস্থেটিক মেকআপের সাহায্য নিয়েছেন।

আচমকাই বিয়ের আগে টাক হলেন রণবীর কাপুর, নতুন লুকে ভাইরাল অভিনেতা

চলতি বছরে মুক্তি পেতে চলেছে অয়ন মুখোপাধ্যায় (Ayan mukhopadhyay) পরিচালিত ফিল্ম ‘ব্রহ্মাস্ত্র’। এই ফিল্মে রণবীরের বিপরীতে অভিনয় করেছেন আলিয়া ভাট। কিছুদিন আগেই শেষ হয়েছে ‘শমশেরা’-র শুটিং। এই ফিল্মে রণবীরের সঙ্গে অভিনয় করছেন বাণী কাপুর (vaani kapoor)।