আজকাল বলিউড হোক কি হলিউড সব সিনেমাতেই চুম্বন দৃশ্য অত্যন্ত সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। শেষ কয়েকদিন ধরে ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক জনপ্রিয় হচ্ছে রণবীর কাপুর এবং রশ্মিকা মান্দানার একটি চুম্বন দৃশ্য। একদিকে যেমন ফ্যানেরা খুশি হয়েছেন তেমন অন্যদিকে আবার অনেকেই রশ্মিকা মান্দানার এমন রূপ দেখে অবাক হয়ে গেছেন। আপনাদের জানিয়ে রাখি এই চুম্বন দৃশ্য রয়েছে নতুন রিলিজ করা ‘অ্যানিম্যাল‘ সিনেমার। গোটা সিনেমা জুড়ে রয়েছে একাধিক লিপলক কিস সিন। আর সেই নিয়ে ব্যাপক বিতর্ক চলছে ইন্টারনেট দুনিয়াতে।
এই অ্যানিম্যাল সিনেমার মাধ্যমে রণবীর কাপুরের সাথে বলিউডে ফের কাজ করলেন রশ্মিকা মান্দানা। এরআগে অমিতাভ বচ্চনের সাথে ডেবিউ করেছেন ন্যাশনাল ক্রাশ রশ্মিকা মান্দানা। আর এই ছবি মুক্তির পর ব্যাপক চর্চায় রয়েছেন তিনি। ছবির বেশ কিছু দৃশ্য নিয়ে শোরগোল পরে গেছে ইন্টারনেট দুনিয়াতে। তবে এই সিনেমার চুম্বন দৃশ্য একটু স্পেশাল। আলাদা আর পাঁচটা সিনেমার তুলনায়। কেন? জানতে চাইলে এই প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।
আপনাদের জানিয়ে রাখি রণবীর কাপুর এবং রশ্মিকা মান্দানার ওই চুম্বন দৃশ্যের পিছনে লুকিয়ে রয়েছে শুটিংয়ের কামাল। আদতে তাঁরা কোনোদিন ওই চুম্বন করেননি। ভাবছেন এও কি সম্ভব নাকি। আপনাদের জানিয়ে রাখি ওই সিনেমার সমস্ত চুম্বন দৃশ্যের সিন তৈরি করা হয়েছে ভিএফএক্স দিয়ে। সম্প্রতি এই গোটা বিষয়টাই ফাঁস হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। একটি ভিডিওতে চর্চিত শুটিং দৃশ্যের মেকিং ভিডিও এই মুহূর্তে ভাইরাল ইন্টারনেট দুনিয়াতে। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ১ ডিসেম্বর রিলিজ করবে এই সিনেমা।














Ty Murray Net Worth Hits $6 Million — The Rodeo King’s Success Story Explained