Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আলিয়া ভাটের সঙ্গে প্রকাশ্যে এই কাজ করলেন রণবীর কাপুর, ধরা পরল অন ক্যামেরায়, ভাইরাল ভিডিও

Updated :  Sunday, March 13, 2022 8:53 AM

বলিউড ইন্ডাস্ট্রির তারকাখচিত বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত সম্পর্ক এবং কিছু কার্যকলাপ মাঝেমাঝেই টপ ট্রেন্ডে পরিণত হয়। গ্ল্যামার ওয়ার্ল্ডের ঝকমকে জীবনে থাকা তারকারা কখন কবে কি করবেন সেই নিয়ে বেশ উত্তেজিত থাকেন তাঁদের অনুরাগীরা। বেশ কিছুদিন ধরে ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন চলছে যে চলতি বছরের এপ্রিল মাসেই নাকি ধুমধাম করে বিয়ে সেরে ফেলবেন বলি তারকা রণবীর কাপুর এবং আলিয়া ভট্ট। বিয়ের রাজকীয় আসরের জন্য অধীর অপেক্ষা করছে রনবীর আলিয়া ভক্তরা। এবার ওই বলিউড কিউট কাপেলের নতুন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার জগতে ব্যাপক ভাইরাল হচ্ছে।

বর্তমানে গাঙ্গুবাঈ কাঁথিওয়ারির দৌলতে সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয়তা পাচ্ছেন অভিনেত্রী আলিয়া ভাট। এই সিনেমাতে তাঁর অসাধারণ সুন্দর অভিনয় এবং সিনেমার সাথে সামঞ্জস্যতা রেখে ব্যাপক মুখের এক্সপ্রেশন মন জয় করে নিয়েছে সকলের। তাইতো এখন অভিনেত্রী প্রতি মুহূর্তেই পাপারাজ্জিদের নজরে থাকেন। সম্প্রতি বয়ফ্রেন্ড রণবীর কাপুরের সাথে ডিনার ডেটে গিয়েছিলেন আলিয়া ভাট। সেখানেই রেস্টুরেন্ট থেকে বেরোনোর সময় তাঁদেরকে ছেঁকে ধরেন পাপারাজ্জিরা। আর সেখানে ক্যামেরাবন্দি হয় রণবীর-আলিয়ার ছোট্ট একটি মিষ্টি মুহূর্ত যা এখন সোশ্যাল মিডিয়াতে সুপার ট্রেন্ডিং।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে রেস্টুরেন্ট থেকে রণবীর কাপুরের সাথে বেরোচ্ছেন আলিয়া ভাট। সেই সময় কিছু অনুরাগী আলিয়া ভাটের গাঙ্গুবাঈ সিনেমার জন্য প্রশংসা করতে শুরু করেন। আর তখনই ভুল করে অন্যদিকে হাঁটতে শুরু করেন আলিয়া। সঙ্গে সঙ্গে বয়ফ্রেন্ড রণবীর কাপুর আলিয়ার কোমরে হাত দিয়ে কাছে টেনে নিয়ে সঠিক রাস্তায় নিয়ে যায় এবং তারা গাড়িতে চড়ে রওনা দেয়। রণবীর আলিয়ার এমন মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দী হলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয় যা বর্তমানে ব্যাপক ভাইরাল হয়ে গেছে।

ভিডিওটি ইনস্টাগ্রাম চ্যানেলে পোস্ট করে জনপ্রিয় ইনস্টাগ্রাম অফিশিয়াল একাউন্ট ইনস্ট্যান্ট বলিউড। ভিডিওটি পোস্ট হতেই ঝড়ের মত ভাইরাল হয়ে যায় এবং বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে এই ভিডিওটি। অনেকেই ভিডিওটিকে মিষ্টি বলে অভিহিত করেছেন, তো কেউ কেউ রণবীর-আলিয়ার এমন আচরণকে অসামঞ্জস্যপূর্ণ বলে দাবি করেছেন। তবে সব মিলিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে ওই ভিডিওটি।