Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri Video: বিয়ের রাতেই সাইয়া জির সাথে রানী চ্যাটার্জীর রোম্যান্টিক মুহূর্ত, ভাইরাল এই প্রেমের ভিডিও

Updated :  Monday, July 29, 2024 8:25 PM

ভোজপুরি সুপারস্টার রানী চ্যাটার্জী নিজের একটা দারুণ পরিচয় তৈরি করে ফেলেছেন এই মার্কেটে। বিগত কয়েক বছরের মধ্যেই তিনি বেশ কিছু হিট ছবিতে অভিনয় করে ফেলেছেন ভোজপুরি দুনিয়ায়। তিনি এখন শুধুমাত্র নামে রানী নয়, বরং কাজের দিক থেকে দেখতে গেলেও ভোজপুরি জগতের রানী হয়ে উঠেছেন। প্রচুর ছবিতে তার অভিনয় দেখে চমকে গেছেন সকলে। আর এবারে সুপারস্টার অভিনেত্রী রানি চ্যাটার্জির এক অন্যরকম জাদু দেখা গেলো ভোজপুরি সিনেমায়। অভিনেত্রী রানি চ্যাটার্জিকে নিয়ে অনেক বিয়ের গান চিত্রায়িত হয়েছে। ২০১৬ সালে মুক্তি পাওয়া তাঁর ‘শিব রক্ষক’ ছবিতে এমনই একটি রোমান্টিক গান হল ‘বাত্তি বুটায়েঙ্গে তো ছাত্তি হো যায়েগা’, যেটি শুধু অসাধারণ নয়, আজও ভক্তদের হৃদয়ের খুব কাছের একটা গান।

ভাইরাল এই গানের ভিডিও

এটি হলো একটা বিয়ের গান তাই এই গান শুরু হচ্ছে একেবারেই বিয়ের অনুষ্ঠান থেকেই। বিয়ের রাতে এই গানের অনুষ্ঠান শুরু হয়, যেখানে রানি চ্যাটার্জি গোলাপি লেহেঙ্গা পরে বসে আছেন। এদিকে সাইয়া জি সেখানে আসেন এবং রানির সাথে প্রেম শুরু করেন, এই ভিডিওটি এখনও ইউটিউবে ঢেউ তুলতে দেখা যায়। ভিডিওতে রানি চ্যাটার্জির কিলার চেহারা ভক্তদের দৃষ্টি আকর্ষণ করছে।

ইউটিউবে অনেকেই দেখেছেন ভিডিও

‘ওয়েব মিউজিক ভোজপুরি’ ইউটিউব চ্যানেল ২০১৭ সালে এই গানটির ফুল এইচডি ভিডিও প্রকাশ করেছে। এই গানটি গেয়েছেন অলোক কুমার ও ইন্দু সোনালি। গানটির কথা লিখেছেন আজাদ সিং, সুর করেছেন ঘুঙরু জি। এখনো অবধি কয়েক মিলিয়ন ভিউ কামিয়েছে এই গানটি। বর্তমানে ভোজপুরি দুনিয়ায় এই গানের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।