সত্যি কি শেষ হতে চলেছে রানী রাসমণি? অবশেষে মুখ খুললেন ‘রানীমা’ দিতিপ্রিয়া
জি বাংলার রানী রাসমনির এক প্রমো দেখে বাঙালী দর্শকদের খুব মন খারাপ। সে প্রমোতে দেখা যাচ্ছে, রানীমা সাদা শাড়িতে বসে রয়েছেন দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর মূর্তির সামনে। আর সেখানেই মা ভবতারিণীর তরফ থেকে দৈববাণী আস, রানীর জীবনকাল শেষ হতে চলেছে খুব শীঘ্রই , তাঁকে ফিরে যেতে হবে মা ভবতারিণীর কাছে। রানীমা ও বললেন, আমি প্রস্তুত। এই প্রমো সামনে আসতেই অনেকেই মনে করছেন রানী রাসমণি না থাকেন তাহলে তাঁর জীবনকাহিনী নিয়ে তৈরী হওয়া ধারাবাহিক শেষ। এই নিয়ে চলে নানা তর্ক বিতর্ক।
তাহলে কি সত্যি সত্যি ধারাবাহিক শেষ হয়ে যাবে? এই প্রথম না অনেকদিন ধরে জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’ শেষ হয়ে যাওয়ার গুজব ভেসে এসেছে। তবে এইবারের প্রমোতে পরিষ্কার বোঝা যাচ্ছে, ধারাবাহিক শেষের পথে। এই প্রসঙ্গে ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্র প্রসাদ জানিয়েছেন, রানীমার পর্ব শেষ হয়ে গেলেও এখনই এই ধারাবাহিকটি শেষ হবে কিনা তা কিছুই ঘোষণা হয়নি। রাজেন্দ্র বাবুর ও মন খারাপ দিতিপ্রিয়া আর অভিনয় করবেননা বলে তবে তিনি প্রশংসা করলেন দিতিপ্রিয়ার অভিনয়ের।
সাড়ে তিন বছর ধরে একটানা দিতিপ্রিয়া এই ধারাবাহিকে অভিনয় করেছেন। রানীমার চরিত্রে বাঙালির মা কাকিমার প্রিয় হয়ে উঠেছেন। দিতিপ্রিয়ার অভিনয়েতে একটানা ধারাবাহিকের টিআরপি থেকেছে সেরা পাঁচে। এই ধারাবাহিকে এখন দিতিপ্রিয়ার চরিত্র শেষের দিকে। এতে কি বলছেন, অভিনেত্রী?
সাড়ে তিন বছর ধরে বাংলা টেলিভিশন প্রেমীদের মনোরঞ্জন করেছে এই পিরিয়ড ড্রামা। এই দীর্ঘ সময় ধরে ধারাবাহিকটি দর্শকদের ভালোবাসাও পেয়েছে অফুরন্ত। ফলস্বরূপ টিআরপি তালিকায় সেরা দশে পাকা জায়গা করে রেখেছে। কিন্তু সত্যি কি বন্ধ হচ্ছে রাণী রাসমণি? কী বলছেন ধারাবাহিকের পরিচালক ও রানি মা-র ভূমিকায় অভিনয় করা দিতিপ্রিয়া?
রানীমা ওরফে দিতিপ্রিয়া এক সংবাদমাধ্যমে জানালেন, এই শেষ প্রোমোটি শুট করতে গিয়ে তাঁর বেশ খারাপ লাগে। তাঁর মাধ্যমিক থেকে স্নাতক স্তরের সাক্ষী থেকেছে এই ধারাবাহিক। ২০১৭ সাল থেকে ধারাবাহিকের শ্যুটিং করতে করতে তাঁরা একটি পরিবারের মতো হয়ে উঠেছিলেন। তবে এও বলেন, যেকোনো কাজ শুরু হলে তা শেষ হবেই। সেই নিয়ম মেনেই শেষ হচ্ছে তাঁর পথ চলা। এই ধারাবাহিকের তাঁর অভিনয় সকলের মনে দাগ কেটেছে এটাই অনেক অভিনেত্রীর কাছে।